খেলাধুলা

সিলভা-আগুয়েরোয় সিটির ডার্বি জয়

ক্রীড়া ডেস্ক: মর্যাদার ম্যানচেস্টার ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে যেন এক প্রকার পাত্তাই দিল না ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ডেভিড সিলভা ও সার্জিও আগুয়েরোদের গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে উঠেছে পেপ গার্দিওলার দলটি। স্যার অলেক্স ফার্গুসন পরবর্তী ম্যানচেস্টার ইউনাইটেডে সোনালী দিন ফেরাতে ব্যর্থ হচ্ছেন হোসে মরিনহোও। বিখ্যাত কোচ লুইস ফন গালের পর স্ব-ঘোষিত নাম্বার ওয়ান মরিনহোও ক্লাবটিকে ছন্দে ফেরাতে পারছেন না। সবশেষ ডার্বি ম্যাচে সিটির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে রেডডেভিলসরা। সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটেই সিটিজেনদের এগিয়ে দেন ডেভিড সিলভা। রহিম স্টার্লিং ও বের্নাদো সিলভার সহায়তায় ম্যানসিটিকে শুরুতে এগিয়ে দেন স্প্যানিশ তারকা ডেভিড সিলভা। বিশ্রাম শেষে ম্যাচের ৪৮ মিনিটে ম্যানসিটির ব্যবধান দিগুণ করেন সার্জিও আগুয়েরো। রিয়াদ মাহরেজের সঙ্গে বল দেওয়া নেওয়ার করে ডি বক্সে কোনাকুনি জোরালে শটে ম্যানইউর জালে বল পাঠান আর্জেন্টাইন তারকা আগুয়েরো। তবে ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি শটে ম্যানইউর ব্যবধান কমান অ্যান্থনি মার্শিয়াল। ডি বক্সে রোমেলু লুকাকুকে ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।  

তবে ম্যাচের ৮৬ মিনিটে সিটির জার্মান মিডফিল্ডার ইলকাই গিনদোয়ান গোল পেলে সমতায় ফেরার আশা শেষ হয়ে যায় রেডডেভিলসদের। বাকি সময়ে আর কেউ গোল না পেলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। গতকাল রাতে ইংলিশ লিগের অপর ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে হার এড়ায় আর্সেনাল। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এ জয়ের ফলে কয়েক ঘণ্টা ব্যবধানে ফের ইংলিশ লিগ টেবিলের শীর্ষে উঠে গেল সিটি। ১২ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২। লিভারপুল ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আরেক ম্যাচে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। আর্সেনাল ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের পঞ্চম স্থানে। আর ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে হোসে মরিনহোর ম্যানইউ। রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৮/শামীম