খেলাধুলা

মিরাজ আমাকে ক্রিজে গিয়ে ব্যাটিং বোঝাচ্ছিল : মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : মাহমুদউল্লাহ রিয়াদ আউট হওয়ার ছয় রানের মাথায় ফিরে গেলেন আরিফুল হকও। এরপর অষ্টম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে এসে জুটি বাঁধেন মেহেদী হাসান মিরাজ। অষ্টম উইকেটে তারা দুজন অবিচ্ছিন্ন থেকে ১৪৪ রান তোলেন। মুশফিককে যোগ্য সঙ্গ দিয়ে দলীয় সংগ্রহকে ৪০০ পার করেন। পার করেন ৫০০ ও। এ যাত্রায় মুশফিকুর রহিম তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। তাইতো দিনশেষে মিরাজের প্রশংসা করতে ভোলেননি মুশফিকুর রহিম। তিনি জানিয়েছেন মিরাজের কাছ থেকে ব্যাটিং বুঝে নিচ্ছিলেন। ‘মিরাজের সঙ্গে ব্যাটিং আমি সব সময় উপভোগ করি। ও প্রাণবন্ত একজন সঙ্গী। ও খুব মজার একটা চরিত্র। ওর মতো একজন খেলোয়াড় মাঠে থাকা সব সময়ই উপভোগ্য। ও আমাকে যেভাবে বোঝাচ্ছিল মনে হচ্ছিল, ও দুই’শ রানে ব্যাট করছে, আমি মাত্র ক্রিজে এসেছি। ওর সঙ্গ সব সময়ই উপভোগ্য। আমি সব সময়ই বলি, ওর মাঝে অমিত সম্ভাবনা আছে। ওর মনোযোগ আর প্রত্যয় ওর সবচেয়ে বড় ব্যাপার। অনেক সময় হয়তো বাজে শটে আউট হয়ে যায় কিন্তু আজকে যেভাবে ব্যাটিং করেছে তাতে ও আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে। আমি ওকে এগুলোই বলার চেষ্টা করি।’

 

মিরাজ আজ টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন। মুশফিকের সঙ্গে তিনি ৬৮ রানে অপরাজিত ছিলেন। মজার ব্যাপার মিরাজের টেস্ট ক্যারিয়ারের দুটি হাফ সেঞ্চুরির সময় ক্রিজে তার সঙ্গী ছিলেন মুশফিক, ‘একটা ব্যাপার ভালো লাগছে, টেস্টে ওর দুইটা ফিফটি, দুইবারই ওর সাথে আমি ক্রিজে ছিলাম। আর একটা ও মিস করেছে। গলে আমাদের প্রথম টেস্টে মনে হয় ৪৫ রান করেছিল। ওই ম্যাচে আমার এক’শ মিস হয় ওর কারণে। কারণ, ও আউট হয়ে যাওয়ার পর আমি আর কোনো পার্টনার পাইনি। আজকে ওকে বলছিলাম, আমার দুই’শ হওয়া পর্যন্ত অন্তত তুই থাকিস।’ রাইজিংবিডি/ঢাকা/১২ নভেম্বর ২০১৮/আমিনুল