খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবির দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : দুই ম্যাচ টেস্ট, তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। দুইদিনে তিন দফায় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা বাংলাদেশে আসবেন। ২২ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে বিসিবি একাদশের বিপক্ষে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন ক্যারিবিয়ানরা। এই প্রস্তুতি ম্যাচের জন্য আজ বুধবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দিবেন রুবেল হোসেন। দলে আছেন সৌম্য সরকার। আছেন জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া ফজলে মাহমুদ রাব্বিও। এছাড়া সদ্য সমাপ্ত ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ২০তম আসরে বল ও ব্যাট হাতে যারা ভালো করেছেন তাদের প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে। প্রস্তুতি ম্যাচে ডাক পেতে যাচ্ছেন তা আগে থেকেই জানতেন সৌম্য সরকার। তাই নিজের প্রস্তুতি নিয়ে রাখছিলেন। জাতীয় লিগ শেষের পর অবসর সময় কাটান। গত দুদিন মিরপুরের একাডেমিতে শুরু করেন অনুশীলন।  নিজের প্রস্তুতি নিয়ে  তিনি বলেন, ‘নিজের কাজটা নিজে করছি। চেষ্টা করছি ফিটনেস, ব্যাটিং, বোলিং এক সাথে করার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে সামনে, যদি সুযোগ পাই তাহলে শেষ ম্যাচটার (ওয়ানডে) ফর্ম যেন ধরে রাখতে পারি সেই চেষ্টা করছি।’  নিজের ব্যাটিং পজিশন নিয়ে কোনো সংশয় নেই সৌম্য সরকারের। ওপেনিংয়ে কিংবা তিনে ব্যাটিং করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন বাঁহাতি ব্যাটসম্যান। ‘আমি শেষ যেই ম্যাচ গুলো খেলেছি, জাতীয় লিগ, প্রস্তুতি ম্যাচ ও শেষ যেই ম্যাচটা খেলেছি সেটা তিন নম্বরেই খেলেছি। তিন নম্বর আর ওপেনিংয়ে খুব বেশি পার্থক্য নেই। যদি ওপেনিংয়ে সুযোগ আসে তাহলে সেখানেও নিজের জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করব।’ ১৮ ও ১৯ নভেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচটি। প্রস্তুতি ম্যাচে বিসিবির স্কোয়াড : রুবেল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাইম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মো. মিথুন ও রিশাদ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজ। ৮, ১০ ও ১৩ ডিসেম্বর হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। আর ১৬, ১৯ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। রাইজিংবিডি/ঢাকা/১৪ নভেম্বর ২০১৮/আমিনুল