খেলাধুলা

‘আমাদের এখন মানসম্পন্ন বোলার আছে’

ক্রীড়া ডেস্ক : ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের জানান দিয়ে যাচ্ছে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে স্পিনাররা শেষ কয়েকবছরে আরো বিকশিত। সবশেষ ঘরের মাঠে টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণ করল। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০তে টেস্ট সিরিজ জয়ে বল হাতে সব কৃতিত্ব বাংলাদেশি স্পিনারদের। দুই ম্যাচে প্রতিপক্ষের ৪০ উইকেটের সবকটিই পেয়েছেন তারা। স্পিনারদের এ উন্নয়নের শুরুটা বেশ কয়েকবছর আগে থেকে। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও বাজিমাত করেছিল স্পিনাররা। দুই টেস্টের সিরিজে প্রতিপক্ষের ৩৮টি উইকেট নেওয়াই ছিল সর্বোচ্চ নজির। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর চট্টগ্রামে ৭ উইকেট নিয়ে নিজেদের জানান দিয়েছিলেন সাকিব-মিরাজ-তাইজুলরা। এবার ঘরের মাঠে সেই তিন স্পিনারের সঙ্গে যোগ হলেন নাঈম হাসান। এই চতুষ্টয় স্পিন ফাঁসে পড়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম বারের মতো টেস্টে হোয়াইটওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ। স্পিনারদের এমন সাফল্যে অভিভূত বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান। তাদের এমন ধারাবাহিক উন্নতি নিয়ে মিরপুরে আজ ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবশ্যই আমরা খুবই ভালো বোলিং করছি। এর দুইটা কারণ আছে। একটা হচ্ছে, আমাদের এখন যথেষ্ট মানসম্পন্ন বোলার আছে। দ্বিতীয়টা হচ্ছে আমরা স্পিনারদের সহায়তা করার মতো তেমন উইকেটও পাচ্ছি। দুইটার সমন্বয়ে বিশেষ করে দেশের মাটিতে আমাদের মারত্মক একটা স্পিন আক্রমণ আছে এখন। আমি মনে করি যে কোনো দলের বিপক্ষে আমরা খুব ভালো কিছু করতে পারব। আশা করি এই ধারাটা অব্যাহত থাকবে।’ দলে স্পিনারদের এমন ছড়াছড়িকে ইতিবাচক হিসেব দেখছেন। এদের মধ্যে প্রতি ম্যাচেই কেউ না কেউ জ্বলে উঠবে বলে বিশ্বাস সাকিব। এ প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, ‘অনেক সময় দেখা যায় একটা মৌসুম খুব ভালো যায়, পরেরটা অত ভালো যায় না। যেহেতু আমরা তিন/চার জন আছি, এক/দুই জনের তো সব সময় ভালো যাবেই। এক জন-দুই জনের যদি ভালো না যায় তাহলেও সমস্যা নাই যে এক-দুই জনের ভালো যাবে তারা দলকে টানবে।’ ক্যারিয়ারের দ্বিতীয় বারের মতো এক টেস্টে ১২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানো হারানোর বড় কাজটা করেছেন মিরাজ। ডানহাতি এ স্পিনারের প্রশংসা করে সাকি বলেন, ‘আমার কাছে মনে হয় আজ সারাদিনে ও অনেক ভালো বোলিং করেছে। গতকালকে থেকেই ও ভালো বোলিং করেছে। আমার কাছে মনে হয় ও যদি ওর মাথাটা স্বাভাবিক করে রাখে, লক্ষ্যটা ঠিক রাখে তাহলে ও আরও ভালো বোলিং করতে পারবে। প্রথম ইনিংসে ওর সাত উইকেট, ওখানেই আসলে ম্যাচটা ঠিক করে দিয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/২ ডিসেম্বর ২০১৮/শামীম