খেলাধুলা

মুক্তিযোদ্ধা-ব্রাদার্সের পয়েন্ট ভাগাভাগি

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন স্বাধীনতা কাপের ‘সি’ গ্রুপের ম্যাচে আজ বুধবার মুখোমুখি হয়মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তবে এমন ড্রয়ে লাভ হয়েছে ঢাকা আবাহনী লিমিটেডের। তারা উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। আবাহনী তাদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারিয়েছিল ২-১ ব্যবধানে। শেষ ম্যাচে শনিবার ব্রাদার্সের মুখোমুখি হবে আবাহনী। এই ম্যাচে ব্রাদার্স কোনোমতে ড্র করতে পারলেও কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে। বড় ব্যবধানে হেরে গেলে মুক্তিযোদ্ধা যাবে শেষ আটে। কারণ, ব্রাদার্স ও মুক্তিযোদ্ধার পয়েন্ট সমান ১। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটের মাথায় এগিয়ে যায় ব্রাদার্স। এ সময় ব্রাদার্সের জ্যাক ড্যানিয়েলসের বাড়ানো বল ডান পায়ের প্লেসিং শটে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমা। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ২৩ মিনিটের মাথায় সমতা ফেরায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এ সময় মুক্তিযোদ্ধা সুজন বিশ্বাসের নেওয়া জোরালো শট ব্রাদার্সের রক্ষণভাগের খেলোয়াড় আশরাফুল করিমের মাথা ছুঁয়ে জালে আশ্রয় নেয়। তাতে ম্যাচে ফেরে সমতা। ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পরও এই সমতা আর ভাঙেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দল দুটি।

 

এবারের এই ওয়ালটন স্বাধীনতা কাপে ১৩টি দল অংশ নিয়েছে। দলগুলো হল- ঢাকাআবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, টিম বিজেএমসি, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, নোফেল স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা কিংস। ওয়ালটন স্বাধীনতা কাপের ‘এ’ গ্রুপে রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও টিম বিজেএমসি। ‘বি’ গ্রুপে রয়েছে চারটি দল- মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী লিমিটেড,  ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ‘ডি’ গ্রুপে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র ও বসুন্ধরা কিংস।

 

১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। ১১, ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর হবে চারটি কোয়ার্টার ফাইনাল। ১৯ ও ২০ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ২৪ ডিসেম্বর হবে ফাইনাল। যেদিন একটি ম্যাচ থাকবে সেদিন খেলা শুরু হবে বিকেল ৫টায়। আর যেদিন দুটি ম্যাচ থাকবে সেদিন প্রথমটা শুরু হবে বিকেল ৩টায়। আর দ্বিতীয়টা শুরু হবে সোয়া পাঁচটায়। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই টুর্নামেন্টের কো-স্পন্সর প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৮/আমিনুল