খেলাধুলা

কোহলির অনন্য কীর্তি

ক্রীড়া ডেস্ক : এক দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে ভারত। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি গড়েছেন অনন্য এক রেকর্ড। সোমবার শেষ হওয়া অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়ে চার ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ভারত। ২০০৮ সালের জানুয়ারির পর এই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট জিতল ভারতীয়রা। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় ভারতের মাত্র ষষ্ঠ টেস্ট জয় এটি। এবং অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম টেস্ট জয় তাদের এটিই প্রথম। আর কোহলি ভারতীয় তো বটেই, প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় কমপক্ষে একটি টেস্ট জয়ের কীর্তি গড়লেন। সবগুলোই আবার এ বছর। গত জানুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ৬৩ রানে হারানোর পর আগস্টে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডকে ২০৩ রানে হারিয়েছিল কোহলির দল। এবার অস্ট্রেলিয়াকে অ্যাডিলেডে হারিয়ে কোহলি উঠে গেলেন নতুন উচ্চতায়। কোহলি আরেকটি কীর্তি গড়েছেন। তৃতীয় দ্রততম অধিনায়ক হিসেবে ২৫ টেস্ট জিতলেন তিনি। তার ২৫ জয় এসেছে ৪৩ টেস্টে। সবচেয়ে দ্রততম ২৫ টেস্ট জয়ের রেকর্ডটা সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের (৩৩ টেস্ট)। এর পরেই আছেন আরেক অস্ট্রেলিয়ান স্টিভ ওয়াহ (৩৫ টেস্ট)। কোহলির ৪৩ টেস্টের পর আছেন ভিভ রিচার্ডস (৪৪ টেস্ট)। রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৮/পরাগ