খেলাধুলা

প্রি-কোয়ার্টার ফাইনালে গৌরব, সালমান ও লাল চাঁন

ক্রীড়া প্রতিবেদক : ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জে পুরুষ এককের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের গৌরব সিংহ, সালমান খান ও লাল চাঁন। এই প্রতিযোগিতার গিফট পার্টনার হিসেবে আছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। আজ বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় গৌরব সিংহ ২১-১৭ ও ২১-১৩ পয়েন্টে মালদ্বীপের জায়ান শাহীদকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেন। সালমান খান ২১-১০ ও ২১-১০ পয়েন্টে মালদ্বীপের নিবাল আহমেদকে পরাজিত করে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেন। বাংলাদেশের লাল চাঁন ২১-১৪ ও ২১-১৫ পয়েন্টে স্বদেশী আরিফুল ইসলাম তুহিনকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চত করেন। তবে বাংলাদশের আহসান হাবিব পরশ থাইল্যান্ডের ভিতিদসারমের কাছে, মঙ্গল সিংহ শ্রীলংকার দিনুকা করুনারতেœর কাছে হেরে বিদায় নেন। মহিলা এককে বাংলাদেশের রেহানা পারভীন মালয়েশিয়ার কারু পাতেভানের কাছে হেরে বিদায় নেন। পুরুষ দ্বৈতে আহসান হাবিব পরশ ও গৌরব সিংহ জুটি নেপালের দিপেশ ধামি ও রতœজিৎ তামাং জুটির কাছে, মোয়াজ্জেম হোসেন ও রাহাত কবির খালেদ জুটি ভারতের অক্ষয় কদম ও অনিরুদ্ধ মায়েকার জুটির কাছে, তুষার কৃষ্ণ রায় ও আরিফুল ইসলাম জুটি, স্বদেশী হক ও খান জুটির কাছে, নবন্দু রায় ও আকিব সোলায়মান জুটি ভারতের মোহনরাজ ও বেলাবান জুটির কাছে, আবুল খালেক ও লাল চাঁন জুটি স্বদেশী তানভির আহমেদ ও এবাদুল হক জুটির কাছে হেরে যান। মিশ্র দ্বৈতে বাংলাদেশের শাপলা আক্তার ও রাহাত কবির খালেদ জুটি ২১-১৭ ও ২১-১৯ পয়েন্টে হেরে যান ভারতের ভেঙ্কট গৌরব প্রাসাদ ও জুহি দেওয়ানের কাছে হেরে গেছেন। তবে মহিলা দ্বৈতে বৃষ্টি খাতুন ও রেহানা পারভীন জুিট ২১-১৭ ও ২১-১৪ পয়েন্টে মরিশাসের জেমিমা লেউং ও গানেশা জুটিকে হারান। এবারের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, অষ্ট্রেলিয়া, জার্মানি, আমেরিকা, ইন্দোনেশিয়া, বাহরাইন, মরিশাস, ভিয়েতনাম এবং স্বাগতিক বাংলাদেশসহ মোট ১৪টি দেশ থেকে পুরুষ খেলোয়াড় ৯৪ জন, মহিলা খেলোয়াড় ৫৭ জনসহ মোট ১৫১ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/আমিনুল