খেলাধুলা

বিসিএলে ওয়ালটনের প্রথম হার

ক্রীড়া প্রতিবেদক: দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের এবারের আসর শুরু করেছিল ওয়ালটন সেন্ট্রাল জোন। পরের দুই ম্যাচেও ড্রয়ে নিজেদের জানান দিয়ে আসছিল দলটি। তবে চতুর্থ রাউন্ডে এসে প্রথম হারের তিক্ত স্বাদ পেল দুই বারের চ্যাম্পিয়নরা। চতু্র্থ রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক সাউথ জোন। টস হেরে আগে ব্যাটিং করে ওয়ালটনের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৬১ রানে। জবাবে সাউথ জোন প্রথম ইনিংসে ৩৯৭ রানে করে অনেকটাই এগিয়ে ছিল। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ওয়ালটন ২৬৯ রানে অলআউট হলে জয়ের জন্য ১৩৪ রানের ছোট লক্ষ্য পায় প্রতিপক্ষরা। আজ শেষ দিনে জয়ের জন্য খেলতে নেমে ৩ উইকেটে সাউথ জোন লক্ষ্যে পৌঁছে গেলে ৭ উইকেটে হারে ওয়ালটন। ৫ উইকেটে ১৮০ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেছিল ওয়ালটন। বাকি ৫ উইকেট হারিয়ে ২৬৯ রানে থামে দলটি। আগের দিনে ৫৫ রানে অপরাজিত থাকা অধিনায়ক শুভাগত হোম আজ ৭১ রানে আউট হয়েছেন। তার সঙ্গে ১০ রান নিয়ে ব্যাটিং নামা জাকের আলী করেন ৩১ রান। এছাড়া শেষদিকে ২৪ রানে অপরাজিত ছিলেন আরাফত সানি। দ্বিতীয় ইনিংসে সাউথ জোনের হয়ে সর্বোচ্চ ৪টি করে উইকেট পান মেহেদী হাসান ও কামরুল ইসলাম রাব্বি। এছাড়া আলামিন হোসেন ও আব্দুর রাজ্জাক নেন একটি করে উইকেট। জয়ের জন্য মাত্র ১৩৪ রান তাড়া করতে নেমে সাউথ জোনের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন এনামুল হক বিজয়। ১০১ বলে ৮ চারে ৮৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।ওয়ালটনের বিপক্ষে জয় পেতে ব্যাট হাতে দুই ইনিংসেই দারুণ ভূমিকা রাখলেন বিজয়। প্রথম ইনিংসেও এ তারকার ব্যাট থেকে এসেছিল ৭৭ রান। তার সঙ্গে আজ ১৫ রানে অপরাজিত ছিলেন তুষার ইমরান। তবে শাহরিয়ার নাফিস ৬, ফজলে মাহমুদ ৩ ও আলামিন হোসেন ১৯ রান করে আউট হয়েছেন। বল হাতে ওয়ালটনের হয়ে দ্বিতীয় ইনিংসে শুভাগত হোম ২টি উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি নেন তাইবুর রহমান। বল হাতে দুই ইনিংসে মোট ৭ উইকেটের সঙ্গে ব্যাট হাতে ৪৬ রানের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে সাউথ জোনের মেহেদী হাসানের হাতে। রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৮/শামীম