খেলাধুলা

বেঁচে থাকলে হোপ অবশ্যই খেলবেন : ব্রাফেট

ক্রীড়া ডেস্ক: শেষ দুই ওয়ানডেতে পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন সাই হোপ। একটিতে দল হারলেও দ্বিতীয় ওয়ানডেতে তার বীরোচিত ইনিংসে জয়ের মধ্য দিয়ে হোয়াইটওয়াশের শঙ্কা দূর করেছে ওয়েস্ট ইন্ডিজ। তার চোট নিয়ে ভয় থাকলেও বেঁচে থাকলে হোপ আগামীকাল অবশ্যই খেলবেন বলে জানালেন উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাফেট। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে উইন্ডিজ ইনিংসের ৫০তম ওভারে সাই হোপের জন্য ঘটেছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। মোহাম্মদ সাঈফউদ্দিনের করা একটি বাউন্সার আঘাত হানে হোপের হেলমেটে। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তাকে। পরে হোপ সে ওভারটি পুরোটা খেললেও পরবর্তীতে ফিল্ডিংয়ে দেখা যায়নি। তার চোট নিয়ে এরপর কিছু পরিস্কার করেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে হেলেমেটে আঘাত লেগে ফিল্ডিং না করায় টি-টোয়েন্টিতে হোপের মাঠে নামা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলেও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রাফেট বলেন, ‘সাই দারুণ ব্যাটিং ফর্মে রয়েছেন। সবশেষ দুটি ম্যাচে পর পর অপরাজিত সেঞ্চুরি করেছেন। তাকে যদি স্ট্রেচারে করেও খেলতে হয়, উইকেটে স্ট্রেচার বহন করতে আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবো। তার দুর্দান্ত এবং দারুণ গতি রয়েছে। আশা করছি সে শতভাগ ঠিক আছে। জীবিত থাকলে সে আগামীকাল খেলবে।’ এই বছরে প্রোটিয়ারা খুব একটা সাফল্য না পেলেও জয় দিয়ে বছর শেষ করতে আশাবাদী ব্রাফেট বলেন, ‘এখনো মনে করি টি-টোয়েন্টি আমাদের প্রিমিয়ার ফরম্যাট। আমাদের অবশ্যই সাম্প্রতিক অতীতে গর্বিত হওয়ার মতো ফলাফল ছিল না। জয় দিয়ে আমরা বছর শেষ করতে আশাবাদী। তবে ২০১৮ সালের শেষটা ভালো করে শেষ করার সুযোগ রয়েছে আমাদের। ‘ রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৮/শামীম