খেলাধুলা

ফরাসি লিগ কাপের শেষ আটে পিএসজি

ক্রীড়া ডেস্ক: ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শেষ আটে ওঠার লড়াইয়ে দ্বিতীয় সারির দল অরলিন্সকে হারিয়েছে থমাস টুখেলের শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই খেলতে নেমেছিল পিএসজি। শেষ ষোলোর ওই ম্যাচে অরলিন্সকে ২-১ ব্যবধানে হারিছে পার্ক দেস প্রিন্সেসের ক্লাবটি। শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকা পিএসজি ম্যাচের ৪১তম মিনিটে প্রথম গোল পায়। এসময় অ্যাঙ্গেল ডি মারিয়ার রক্ষণের উপর দিয়ে বাড়ানো বল ডি-বক্সের ঠিক বাইরে থেকে উঁচু শটে  অরলিন্সের জালে পাঠান কাভানি। ফ্রেঞ্চ লিগ কাপে এটা ১৫তম গোল কাভানির। বিরতির পর ম্যাচের ৬৯তম মিনিটে সেনেগালের মিডফিল্ডার জোসেপ লোপির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।  তবে ম্যাচের ৮১তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে পাঁচবার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে পিএসজি। এছাড়া ঘরোয়া এ প্রতিযোগিতায় ২০১৪ সালের জানুয়ারির পর থেকে হারেনি ফরাসি জায়ান্ট ক্লাবটি। রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৮/শামীম