খেলাধুলা

সাকিব আল হাসানের জরিমানা

ক্রীড়া ডেস্ক: সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারের ম্যাচে শাস্তি পেলেন বাংলাদেশি অধিনায়ক সাকিব আল হাসান। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি দেয়া হয়েছে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষের জন্য ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে সাকিবকে। এছাড়া একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। গত সোমবার বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারে একটি বল ওয়াইড হবে বলে ধরে নিয়েছিলেন সাকিব। আম্পায়ার সেটা না দেওয়ায় প্রথমে চিৎকার করেন স্ট্রাইকিং প্রান্তে থাকা এ ব্যাটসম্যান। পরে আম্পায়ারের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি করতে দেখা যায় তাকে। এজন্য আইসিসির আচরণ বিধির ২.৮ অনুচ্ছেদ অনুযায়ী দোষী সাব্যস্ত হয়েছেন সাকিব। তবে ম্যাচ শেষে দোষ স্বীকার করে নেন তিনি। দোষ মেন নেওয়ায় ম্যাচ রেফারি জেফ ক্রোর তাকে দেওয়া শাস্তি। ডিমেরিট পয়েন্ট চালু হওয়ার পর এনিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন সাকিব। শ্রীলঙ্কায় গত মার্চে ত্রিদেশীয় সিরিজে খেলার সময় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন বাঁহাতি এ অলরাউন্ডার।

       

রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৮/শামীম