খেলাধুলা

বার্সেলোনায় নতুন ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক : চলতি মৌসুমের বাকি সময়ের জন্য ভ্যালেন্সিয়া থেকে কলম্বিয়ার ডিফেন্ডার হেইসন মুরিয়োকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুরিয়োকে দলে টানতে বার্সার খরচ হচ্ছে ২ মিলিয়ন ইউরো। পাশাপাশি মৌসুম শেষে তাকে পাকাপাকিভাবে রেখে দেওয়ারও সুযোগ থাকছে কাতালানদের জন্য। সেজন্য তাদের গুনতে হবে ২৫ মিলিয়ন ইউরো। একের পর এক ডিফেন্ডার চোটে পড়ার কারণেই মূলত মুরিয়োকে দলে ভেড়াল আর্নেস্তো ভালভার্দের দল। হ্যামস্ট্রিংয়ের চোটে ছয় সপ্তাহ মাঠের বাইরে কাটানোর পর গত সোমবার কুঁচকির চোটে এক মাসের জন্য ছিটকে গেছেন টমাস ভারমালেন। চোট নিয়ে মাঠের বাইরে আছেন আরেক ডিফেন্ডার স্যামুয়েল উমতিতিও। মুরিয়ো এই মৌসুমে ভ্যালেন্সিয়ার হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। ২৬ বছর বয়সি এই সেন্টার-ব্যাক কলম্বিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন ২৭ ম্যাচ। এর মধ্যে ২০১৫ ও ২০১৬ সালে দুটি কোপা আমেরিকাতে খেলার অভিজ্ঞতাও আছে তার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ডিসেম্বর ২০১৮/পরাগ