খেলাধুলা

শেখ রাসেলের দ্বিতীয় নাকি বসুন্ধরা কিংসের প্রথম

ক্রীড়া প্রতিবেদক : দেখতে দেখতে শেষের পথে ওয়ালটন স্বাধীনতা কাপের এবারের আসর। আর মাত্র একটি ম্যাচ। এরপরই পর্দা নামবে স্বাধীনতা কাপের। পর্দা নামবে ২০১৮ সালের ফুটবলেরও। আগামীকাল বুধবার বিকেলে ওয়ালটন স্বাধীনতা কাপের ফাইনালে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও নবাগত বসুন্ধরা কিংস। বিকেল সাড়ে চারটা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি/বিটিভি ওয়ার্ল্ড। চলতি ধারাবিবরণী শোনা যাবে বাংলাদেশ বেতারে। তার আগে আজ মঙ্গলবার ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ সাইফুল বারী টিটু, গোলরক্ষক ও অধিনায়ক আশরাফুল ইসলাম রানা, বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার উইলিয়ান ব্রুজোন বারেরাস ও মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। শেষ রাসেল অবশ্য বাংলাদেশের ফুটবলে বেশ পরিচত নাম। তাদের ট্রেবল জয়েরও সুখস্মৃতি রয়েছে। পাঁচ বছর পর তারা স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছে। কোচ সাইফুল বারী টিটু জানিয়েছেন তারা কেবল ফাইনালে ওঠার জন্য ওঠেনি, তারা শিরোপাও জিততে চায়, ‘স্বাধীনতা কাপের শুরুটা আমাদের জন্য কঠিন ছিল। শেখ জামাল ও বসুন্ধরা কিংসের মতো দলের বিপক্ষে খেলতে হয়েছে। সেটা একদিক দিয়ে অবশ্য আমাদের জন্য ভালোই হয়েছে। শক্তিশালী দুটি দলের বিপক্ষে খেলে এসেছে ছেলেরা। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ভালো খেলে আমরা ফাইনালে এসেছি। আসলে ফাইনালে কেবল আসার জন্য আসিনি। আমরা শিরোপা জিততে চাই। আমাদের ছেলেদের পারফরম্যান্স গ্রাজুয়েলি ভালো হয়েছে। আশা করছি ফাইনালেও তারা সেই ধারাটা ধরে রাখবে। আমি ছেলেদের বলেছি যে এই ম্যাচটিও অন্য দশটি ম্যাচের মতো। খুব মনোযোগ ধরে রেখে খেলতে হবে। জিততে পারলে অনেক কিছু আসবে। ফাইনাল জিতলে কী পাব, কী হবে সেটা নিয়ে ভাবার দরকার নাই। তার আগে স্বাভাবিক খেলাটা খেলতে হবে। ভালো খেলেই শিরোপা জিততে চাই আমরা।’ বসুন্ধরা কিংসের প্রশংসা করে তিনি বলেন, ‘বসুন্ধরা কিংস খুবই শক্তিশালী দল। তাদের দলে বিশ্বকাপে খেলা কলিনদ্রেস আছে। খুব ভালো খেলে।আর ব্রাজিলিয়ান মার্কোস স্পেস তৈরি করে খেলে। আর কোচ অস্কারকে আমি আগে থেকেই চিনি। বলের দখল রেখে খেলার একটা বিষয় থাকে স্প্যানিশদের মধ্যে। সব মিলিয়ে তাদের বিপক্ষে ভালো ফুটবল খেলার বিকল্প নেই। ভালো খেলেই আমরা জিততে চাই।’ অধিনায়ক আশরাফুল ইসলাম রানা বলেছেন, ‘ফাইনালে দুটি দলের জন্যই সমান সুযোগ থাকবে। আমি মনে করি ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে। তবে যারা আগে গোল করতে পারবে তাদের জন্য সুযোগটা বেশি থাকবে। তবে আমাদের সবাই বেশ কনফিডেন্ট যে কালকে আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ।’ বসুন্ধরা কিংস গেল মাসে ওয়ালটন ফেডারেশন কাপের ফাইনাল খেলেছিল। কিন্তু ঢাকা আবাহনীর কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে। এবার অবশ্য সেটা করতে চায় না তারা। স্প্যানিশ কোচ অস্কার উইলিয়ান ব্রুজোন বারেরাস বসুন্ধরা কিংসকে প্রথম শিরোপা উপহার দিতে চান, ‘আমরা বসুন্ধরা কিংসকে প্রথম শিরোপা উপহার দিতে চাই। শিরোপা জিতে ক্রিসমাস পালন করতে চাই। ফাইনাল জিততে হলে ভালো ফুটবল খেলতে হবে। আমরা ভালো খেলেই ফাইনালে এসেছি। আমাদের খেলোয়াড়রা ভালো খেলেই শিরোপা জিতবে। শেখ রাসেল অবশ্যই শক্তিশালী দল। তাদের বিপক্ষে ভালো খেলতে আমরা প্রস্তুত। আমাদের দলে ইনজুরি সমস্যা আছে। তার উপর নিষেধাজ্ঞার সমস্যাও রয়েছে। তবে আমি খুশি যে তাদের রিপ্লেস খেলোয়াড়রাও ভালো করছে।’ বসুন্ধরা কিংসের মিডফিল্ডার ইমন বাবু বলেন, ‘আমরা মন জয় করে খেলতে চাই। এর আগে আমি কোচ সাইফুল বারী টিটুর অধীনে খেলেছি। অতীত অভিজ্ঞতার কারণে তার কৌশলের অনেক কিছুই জানা আছে আমাদের। দেখা যাক ম্যাচে কি হয়।’ গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের সঙ্গে দেখা হয়েছিল শেখ রাসেলের সেবার অবশ্য কোনো গোল করতে পারেনি তারা। কিন্তু কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ২টি করে গোল করেছে শেখ রাসেল। অন্যদিকে টাইব্রেকারে জিতে ফাইনালে এসেছে বসুন্ধরা কিংস। অবশ্য ফাইনালে কোনো দলই টাইব্রেকারে যেতে চায় না। নির্ধারিত ৯০ মিনিটেই খেলা শেষ করতে চায় উভয় দল। ওয়ালটন স্বাধীনতা কাপের প্রথম সেমিফাইনালে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে পাঁচ বছর পর ফাইনালে নাম লেখায় শেখ রাসেল। আর দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী ঢাকা আবাহনীর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত সাডেন ডেথে ৭-৬ ব্যবধানে জয় তুলে নিয়ে একমাসের ব্যবধানে দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের শিরোপা হাতছাড়া হয়েছে বসুন্ধরা কিংসের। এবার কী অপেক্ষা করছে নবাগত ক্লাবটির জন্য? রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৮/আমিনুল