খেলাধুলা

সরফরাজ-ফাফ ডু প্লেসির বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক: টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। সরফরাজ আহমেদ ও ফাফ ডু প্লেসি নিশ্চিতভাবেই সেঞ্চুরিয়ান টেস্ট ভুলে যেতে চাইবেন। সরফরাজ তো নিশ্চিতভাবেই বক্সিং ডে টেস্ট ভুলে যাবেন। দল জয় পাওয়ায় অন্তত ফাফ ডু প্লেসি এ টেস্টের কথা মনে রাখবেন। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সের কথা ভুলে যাবেন প্রোটিয়া অধিনায়ক!   এ টেস্টে দুজনই কোনো রান করতে পারেননি। দুই অধিনায়কের জোড়া ডাক। দুই ব্যাটসম্যান দুবার করে ২২ গজে নেমেছিলেন। কিন্তু তাদের ব্যাট থেকে আসেনি একটি রান। চার ইনিংসে দুজন বল খেলেছেন মাত্র ১৩টি! আনলাকি থার্টিনে ‘লজ্জার’ কীর্তি তাদের নামের পাশে। টেস্ট ক্রিকেটের বর্ণাঢ্য ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। দুই অধিনায়কের হাত ধরে হলো বিশ্ব রেকর্ড। প্রথম ইনিংসে ডুয়েন অলিভিয়েরের বলে শূন্য রানে আউট হন সরফরাজ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের অধিনায়ক মাত্র ২ বল খেলে আউট হন কাগিসো রাবাদার বলে। অন্যদিকে ফাফ ডু প্লেসি প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মারেন। তাকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। আজ ম্যাচের শেষ দিনে ৬ বল খেলে কোনো রান না করেই শূন্য রানে সাজঘরে ফেরেন এ ডানহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসেও তার উইকেটটি নেন শাহিন শাহ আফ্রিদি। সেঞ্চুরিয়ান টেস্টে ৬ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।    রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৮/ইয়াসিন