খেলাধুলা

তিন সপ্তাহ মাঠের বাইরে রিয়ালের লরেন্তে

ক্রীড়া ডেস্ক : কুঁচকির চোটের কারণে কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস লরেন্তে। রিয়াল মাদ্রিদ মঙ্গলবার লরেন্তের চোটের খবর নিশ্চিত করে। এই ধরনের চোট থেকে সেরে উঠতে তিন থেকে ছয় সপ্তাহ লেগে যায়। শীতকালীন বিরতির আগে রিয়ালের হয়ে টানা আট ম্যাচে শুরুর একাদশে নেমেছিলেন লরেন্তে। ক্লাব বিশ্বকাপের ফাইনালে আল আইনের বিপক্ষে গোলও করেছিলেন ২৩ বছর বয়সি মিডফিল্ডার। তার ছিটকে যাওয়াটা তাই রিয়ালের জন্য বড় ধাক্কাই। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকলে ভিয়ারিয়াল, রিয়াল সোসিয়েদাদ, লেগানেস, রিয়াল বেটিস, ও সেভিয়ার বিপক্ষে ম্যাচে তাকে দলে পাবে না রিয়াল। আর সময়টা ছয় সপ্তাহ হলে এসপানিওল, আলাভেস ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষেও খেলা হবে না লরেন্তের।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৯/পরাগ