খেলাধুলা

প্রথমবারের মতো ডি ভিলিয়ার্সের সঙ্গে কাজ করতে মুখিয়ে মুডি

ক্রীড়া প্রতিবেদক: বিপিএলের শেষ আসরে শিরোপা হাতে উঠে কোচ টম মুডির। রংপুর রাইডার্স শিবিরে গত বছর যোগ দিয়েই শিরোপার স্বাদ পান হাইপ্রোফাইল এ কোচ। এবারও দলকে শিরোপার স্বাদ দিতে চান অস্ট্রেলিয়ান এ কোচ। বিগ বাজেটের দল রংপুর এরই মধ্যে দলে যোগ করেছে ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলসের মতো তারকা ক্রিকেটারদের। দলটির নেতৃত্বে রয়েছেন বিপিএলে চার শিরোপার স্বাদ পাওয়া মাশরাফি। পাশাপাশি এক ঝাঁক প্রতিভাবান স্থানীয় ক্রিকেটার তো আছেই। সব মিলিয়ে রংপুর শিবির এবারও শক্তিশালী। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে দলগত পারফরম্যান্সে নজর রাখছেন কোচ মুডি। পুরো দলের থেকে পারফরম্যান্স চান মুডি। পাশাপাশি সিনিয়র ক্রিকেটারদের থেকে তরুণ ক্রিকেটারদের শেখার পরামর্শ কোচের। ‘‘শিরোপা জিততে হলে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। আমরা আমাদের স্থানীয় খেলোয়াড় এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের ওপর বিশ্বাস রাখবো। যখনই তারা সুযোগ পাবে তারা যেন সেটা কাজে লাগাতে পারে। হয়তো নির্দিষ্ট দিনে একজনের পারফরম্যান্সে দল ভালো ফল পাবে। কিন্তু দীর্ঘ সময়ের জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। শিরোপা জিততে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা।’’ বিশ্বের অন্যতম সেরা হার্ডহিটার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে এবারই প্রথম কাজ করবেন মুডি। দক্ষিণ আফ্রিকার এ ক্রিকেটারের সঙ্গে কাজ করতে মুখিয়ে রংপুরের কোচ, ‘‘আমি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে এখনও ওয়ান-টু-ওয়ান কাজ করিনি। হেলস ও ক্রিস গেইলের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। এবির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ হবে। ওর উপস্থিতি এ শিবিরে ভিন্ন স্বাদ এনে দেবে। এ ফরম্যাটে ও বিশ্বসেরা। ও ভয়ংকর। তবে আবারও বলছি নির্দিষ্ট ক্রিকেটারের পারফরম্যান্সে আমি বিশ্বাসী নই। আমি মনে করি আমরা সবাই একধাপ এগিয়ে এসে নিজেদের সেরা কাজটা উপহার দেব।’’ গত বছর মুডির শুরুটা ভালো ছিল না। প্রথম চার ম্যাচের তিনটিই হেরেছিল রংপুর। পরবর্তীতে স্থানীয় ক্রিকেটারের পারফরম্যান্সে স্বরূপে ফেরে দলটি। শেষটা রাঙিয়ে দেন জনসন চার্লস ও ক্রিস গেইল। দুই ক্যারিবীয়ানের দুই সেঞ্চুরিতে শিরোপা উঠে রংপুরের শোকেসে। এবার শুরু থেকেই সবার পারফরম্যান্স চান মুডি, ‘‘শেষ বছরের চ্যালেঞ্জ এবারও আসবে। আমরা শেষটা ভালো করেছিলাম কিন্তু আমাদের পথ মসৃণ ছিল না। টুর্নামেন্টের মাঝপথেও আমরা পয়েন্ট টেবিলের শেষে ছিলাম। ওরকম পরিস্থিতি এবারও আসতে পারে। এজন্য আমাদের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমাদের শুরু থেকেই ছন্দ পেতে হবে। সেই ছন্দে এগিয়ে যেতে হবে।’’ বিপিএল শুরু হচ্ছে ৫ জানুয়ারি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংসের বিপক্ষে। তথ্যসূত্র: ইএসপিন ক্রিকইনফো রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৯/ইয়াসিন