খেলাধুলা

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ল কোহলির ভারত

ক্রীড়া ডেস্ক: শুরুর তিন টেস্টে এগিয়ে থেকে মঞ্চটা আগেই প্রস্তুত রেখেছিল ভারত। সিরিজ নির্ধারণী চতুর্থ টেস্টের মধ্য দিয়ে ইতিহাস গড়তে অন্তত ড্রয়ের দরকার ছিল দলটির। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে ড্রয়ের মধ্য দিয়ে ২-১ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে সফরকারীরা। এর মধ্য দিয়ে ৭১ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়ে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৬২২ রানে ইনিংস ঘোষণায় অস্ট্রেলিয়াকে রান পাহাড়ে চাপা ফেলেছিল ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর স্বাগতিকদের ফলোঅন করায় ভারত। ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো দেশের মাটিতে ফলোঅনে নামার পর অস্ট্রেলিয়াকে হারের লজ্জা থেকে বাচায় বৃষ্টি আর বৈরি আবহাওয়া।  

শুরুর তিন ম্যাচ টেস্টে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। শেষটিতে জিতলে ৩-১ ব্যবধানে প্রতিপক্ষের মাটিতে তাদের ইতিহাস গড়ার  অদম্য মূর্তিটা আরো শক্তিশালী হতো। তা হয়নি বৃষ্টির বাধায়। শেষ দিনে সিডনিতে কোনও খেলাই সম্ভব হয়নি। স্থানীয় সময় আড়াইটায় করমর্দনের মাধ্যমে ঐতিহাসিক এই মুহূর্তটি উদযাপন করে দু’দলের খেলোয়াড়রা। রেকর্ডময় টেস্টে ভারত অস্ট্রেলিয়াকে ইনিংস হারের শঙ্কায় ফেললেও বৃষ্টি ভাগ্যে বেঁচে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংস ৬২২ রানে ঘোষণার ৩১ বছরের ইতিহাসে তাদের ফলোঅনে পাঠায় ভারত। ৩২২ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে চতুর্থ দিনে চাপে ফেলা সম্ভব হতো। কিন্তু বৃষ্টি কারণে বেশির ভাগ অংশ ভেসে যাওয়া ড্রয়ের সম্ভাবনাই জেগে ওঠে। ৭১ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়া জয়ের মধ্য দিয়ে এই প্রথম এশিয়ার কোনও দল সেখানে সিরিজ জেতার কৃতিত্ব দেখালো। এশিয়ার বাইরে পঞ্চম দল হিসেবে অস্ট্রেলিয়ার সাম্রাজে হানা দিয়েছে বিরাট কোহলির ভারত। তাদের আগে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে। সংক্ষিপ্ত স্কোর

ভারত প্রথম ইনিংস: ৬২২/৭ ডি.

অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস ৩০০ ও দ্বিতীয় ইনিংস ৬/০ (ফলোঅন), ফল: ড্র

ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: চেতেশ্বর পূজারা। রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৯/শামীম