খেলাধুলা

ঝোড়ো ব্যাটিংয়ের রহস্য জানালেন শুভাগত

ক্রীড়া প্রতিবেদক : ১১৬ রানের উদ্বোধনী জুটি। এরপর হঠাৎ ছন্দপতন। বিনা উইকেটে ১১৬ থেকে স্কোর ৫ উইকেটে ১৩৬! ২০ রানের মধ্যেই নেই ৫ উইকেট। শুভাগত হোম সাত নম্বরে যখন ব্যাটিংয়ে নামলেন, ভালো শুরুর পরও দল তখন বেশ চাপে। অন্য প্রান্তে অবশ্য টি-টোয়েন্টির বিস্ফোরক ব্যাটসম্যান আন্দে রাসেল ছিলেন। কিন্তু ‘বিস্ফোরক’ তকমাটা শুভাগত যেন বসিয়ে নিলেন নিজের নামের পাশে! দুজনের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ২৮ বলে উঠল ৫৩ রান। জুটিতে যেখানে ১৪ বল খেলে রাসেল করলেন ১৪ রান, সমানসংখ্যক বল খেলেই শুভাগত করলেন ৩৮, ৫ চার ও ২ ছক্কায়! ম্যাচটা গত শনিবার বিপিএলে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের। শুরুতে হজরতউল্লাহ জাজাইয়ের ৪১ বলে ৭৮ ও শুভাগতর শেষের ঝড়ে ১৮৯ রানের বড় পুঁজি পেয়েছিল ঢাকা। যেটি পরে তাদের এনে দেয় ৮৩ রানের বড় জয়ও। শুভাগতর অমন ঝোড়ো ব্যাটিংয়ের রহস্য কী? সোমবার মিরপুরে অনুশীলনের ফাঁকে সেই রহস্য উন্মোচন করলেন ডানহাতি এই ব্যাটসম্যান, ‘আসলে আমি প্রান্ত পরিবর্তন করে রাসেলকে দিতে চেয়েছি। কিন্তু বল পেয়ে গেছি সে রকম, তাই হয়তো হয়ে গেছে। দিনটা হয়তো ভালো ছিল আমার জন্য।’ রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৯/পরাগ