খেলাধুলা

‘গেইলকে পছন্দ করি, শট কপি করি না’

ক্রীড়া প্রতিবেদক : রাজশাহী কিংসকে নিজেদের প্রথম ম্যাচে হারানোর পর আজ খুলনা টাইটান্সকে উড়িয়ে দিয়েছে ঢাকা ডায়নামাইটস। দুই ম্যাচেই ঢাকার জয়ের নায়ক আফগান হার্ডহিটার হজরতউল্লাহ জাজাই। ব্যাট হাতে তার দোর্দন্ড প্রতাপে স্রেফ উড়ে গেছে প্রতিপক্ষ। ছক্কা মারতে পছন্দ করা জাজাই আজও ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন। ৩৬ বলে ৫৭ রান করেছেন ৩ চার ও ৫ ছক্কায়। আগের দিনও তার ঝোড়ো ব্যাটিংয়ে ‍মুগ্ধ হয়েছিল দর্শক। রাজশাহীর বিপক্ষে ৪১ বলে ৭৮ রান করেন ৪ চার ও ৭ ছক্কায়। তার ব্যাটিংয়ের ধরন অনেকটাই ক্রিস গেইলের মতো, বিধ্বংসী। নিজের লেংথে বল পেলে উড়িয়ে মারতে পছন্দ করেন। পেশীশক্তি খাটান। বলের টাইমিংয়ের ওপর নির্ভর করেন। ক্যারিবীয় ব্যাটিং দানব গেইল জাজাইয়ের আইডল। গেইলের ব্যাটিং জাজাই পছন্দ করলেও তার ব্যাটিং অনুসরণ করেন না বলে জানালেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ‘আমি তাকে পছন্দ করি। কিন্তু তার শট কপি করি না। আমি আমার খেলাটা খেলি। নিজের ব্যাটিং আমাকে আত্মবিশ্বাস দেয়।’ পরপর দুই ম্যাচে ম্যাচসেরা জাজাই। কিন্তু ঢাকা দলে তার সুযোগ হবে কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন। তারকায় ঠাসা ঢাকা দলে রয়েছে একাধিক তারকা ব্যাটসম্যান। ইংল্যান্ডের ইয়ান বেল এখনো সাইডবেঞ্চে। অ্যান্ড্রু বিচও আছেন। তাদের রেখে সুযোগ পাবেন, তা ভাবেননি জাজাই নিজেও। ‘আমি ভাবিনি যে আমি প্রথম ম্যাচ খেলতে পারব। কোচ যখন আমাকে এসে বলেছিল আমি প্রথম ম্যাচ খেলব, আমি তখন বেশ রোমাঞ্চিত হয়েছিলাম। আমাদের দলে বেল, পোলার্ড, রাসেল ও নারিন রয়েছে। তাদের সঙ্গে যখন আমি আমার নাম শুনলাম সত্যিই ভালো লেগেছিল। বিশ্বাস ছিল ভালো করব। আমি আফগানিস্তান প্রিমিয়ার লিগ বা টি-১০, যেখানেই খেলি না কেন, আমি সব জায়গাতেই ভালো করার চেষ্টা করি।’ ২২ গজে ব্যাট হাতে ঝড় তুললেও ধীর গতির উইকেটে ব্যাটিং সহজ ছিল না বলে জানালেন জাজাই। ‘আজ ভিন্ন দিন। উইকেটও ভিন্ন ছিল। পাশাপাশি ব্যাটিং করা সহজ ছিল না। সেট হতে সময় লেগেছে। কঠিন উইকেটি ছিল। বল ধীরে আসছিল আবার নিচু হয়ে যাচ্ছিল।’ ক্রিকেট ক্যারিয়ার খুব বেশিদিনের নয় জাজাইয়ের। ২০১০ সালে আফগানিস্তান যেবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে, তখন থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে আসছেন জাজাই। জাজাই আফগানিস্তানের হয়ে ২টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি খেলেছেন। জাতীয় দলের জার্সিতে বাঁহাতি ব্যাটসম্যান নিজেকে মেলে ধরতে পারেননি। তার বিশ্বাস, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আত্মবিশ্বাসে ভালো করবেন জাতীয় দলেও। রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৯/ইয়াসিন/পরাগ