খেলাধুলা

উইকেট ভালো তবে উন্নতি প্রয়োজন : শোয়েব মালিক

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু বিপিলের ষষ্ঠ আসরে এখনো রান-বন্যা হয়নি। ২২ গজে রান পেতে লড়াই করতে হচ্ছে ব্যাটসম্যানদের। প্রথম সাত ম্যাচে দুইশর কাছাকাছি রান হয়েছে মাত্র দুই ইনিংসে। দুটিই ঢাকা ডায়নামাইটসের। শতরানের নিচে ইনিংস হয়ছে তিনটি। উইকেট নিয়ে অবশ্য সরাসরি কোনো অভিযোগ নেই ক্রিকেটারদের। মিরপুরের উইকেট বরাবরের মতোই মন্থর এবং নিচু। এবারও তার ব্যতিক্রম হয়নি। বলের লাইনে সরাসরি শট খেলা কঠিন। সেই অসাধ্য কাজটা আবার অনেকেই সহজ করে করছেন। তবে সামগ্রিক বিচারে উইকেটে রানের ফোয়ারা নেই। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ফেরি করে বেড়ানো শোয়েব মালিকের মতে, উইকেট ভালো, তবে উন্নতি প্রয়োজন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার মনে করেন, বিপিএলের মান বাড়ানোর জন্য উইকেটের খানিকটা উন্নতি প্রয়োজন। ‘উইকেট আদর্শ কি না, সেটা নিয়ে আমি কোনো মত দিচ্ছি না। উইকেট ভালো। তবে এখানে আপনি লাইনে গিয়ে শট খেলতে পারবেন না। বিশেষ করে ঢাকার উইকেটে ভালো খেলা কঠিন। এখানে আপনাকে ১৪০ কিংবা সর্বোচ্চ ১৫০ রানের হিসাব কষে মাঠে নামতে হবে। আমি মনে করি উইকেটের মানে সামান্য উন্নতি আনতে পারলে খুব ভালো হবে।’ গতকাল কুমিল্লা রংপুরের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায়। কুমিল্লার ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি রংপুরের বোলিং ছিল দারুণ। শোয়েব মালিকের মতে, ব্যাটিং ব্যর্থতা দ্রুতই কাটিয়ে উঠবে কুমিল্লা। তবে বিপিএলের স্বার্থে উইকেটের উন্নতির কথা আবারো বলেছেন তিনি। ‘দেখুন ক্রিকেটে এটা হতে পারে। ক্রিকেটের তিন ফরম্যাটেই আপনারা দেখেছেন শক্তিশালী ব্যাটিং লাইনআপও ৪০ কিংবা ৫০ রানে অলআউট হয়েছে। তবে একটা বিষয় আবারো বলছি উইকেটের উন্নতি প্রয়োজন। আমি কোনো সমালোচনা করছি না। তারা যদি আরো ভালো উইকেট বানাতে পারে অবশ্যই টুর্নামেন্টের জন্য ভালো হবে। দেখুন রংপুর রাইডার্সের ব্যাটিং। গতকাল তারা ৬০ বা ৬৩ রান করতে স্ট্রাগল করেছে। উইকেটে সামান্য পরিবর্তন, বড় পরিবর্তন এনে দিতে পারে। আবহাওয়ার কারণে কিউরেটর ভালো উইকেট বানাতে পারছে না। যদি হাই স্কোরিং ম্যাচ হয় তাহলে আরো দর্শক আসবে, এমনকি পুরো বিশ্ব খেলাটার দিকে তাকিয়ে থাকবে।’ রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৯/ইয়াসিন/পরাগ