খেলাধুলা

ডি ভিলিয়ার্সকে পেয়ে আরো একটি কারণে খুশি রুশো

ক্রীড়া ডেস্ক : রংপুর রাইডার্সের হয়ে আজ মাঠ মাতিয়েছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তার আগমণে রংপুরের ব্যাটিং লাইন-আপ হয়েছে আরো শক্তিশালী। টি-টোয়েন্টি ক্রিকেটের এই ফেরিওয়ালাকে পেয়ে দলের সবাই বেশ উচ্ছ্বসিত। অবশ্য রংপুরের সেরা পারফরমার রাইলি রুশো একটু বেশিই উচ্ছ্বসিত। তার কারণ অবশ্য তিনি জানিয়েছেন। ডি ভিলিয়ার্স ও রুশো দুজনেই দক্ষিণ আফ্রিকার। ড্রেসিংরুমে অন্তত তিনি মাতৃভাষায় প্রাণখুলে তার সঙ্গে কথা বলতে পারবেন। ৩৫ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়া রাইলি রুশে ম্যাচ শেষে বলেন, ‘এবি ডি ভিলিয়ার্সের মতো একজন ব্যাটসম্যানকে দলে পাওয়াটা দারুণ কিছু। সে একজন বিশ্বমানের খেলোয়াড়। টি-টোয়েন্টি ক্রিকেটে সে নিজেই একটা ব্র্যান্ড। ড্রেসিং রুমে তাকে পাওয়াটা আমার জন্য দারুণ কিছু। সেও একজন দক্ষিণ আফ্রিকান, যার সঙ্গে আমি আফ্রিকান ভাষায় কথা বলতে পারি। আমরা দুজনেই আজ শেষ করে আসতে চেয়েছিলাম। কিন্তু ক্রিকেটে কখনো কখনো অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। তবে বাকিরা দারুণ একটি সমাপ্তি টেনেছে।’ রংপুর রাইডার্সের হয়ে রুশো এ পর্যন্ত চারটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ৭ ম্যাচ রান করেছেন ৩৪৯টি (৬১, ৫৮, ৪৪*, ৮৩, ২০*, ৭৬* ও ৭)। নিজেকে অবশ্য তিনি রংপুরের সেরা ব্যাটসম্যান ভাবছেন না। তবে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন, ‘আসলে নির্দিষ্ট কিছু জিনিস আমার পক্ষে বেশ কাজ করছে। আজও আমি ভাগ্যের সহায়তা পেয়েছি। প্রথম পাঁচ ওভারে আমি সাতবার আউট হতে পারতাম। আসলে আমি ব্যাটিং ও সময় দুটোকেই বেশ উপভোগ করছি। ভালো ফর্মে থাকলে যেটা হয় আসলে। সাধারণ ও ব্যাসিক নিয়মে নিজের স্কোরিং এরিয়াতে খেলে স্ট্রাইক রোটেট করে যাচ্ছি।’ সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদের প্রশংসা করেছেন তিনি, ‘সে যদি তৃতীয়বার আমাকে বল করে তাহলেও সম্ভবত আমাকে আবার আউট করবে। আজ তাসকিন খুব ভালো বল করেছে। চারটি উইকেট নিয়েছে। শেষ যে উইকেটটি সে নিয়েছে আমি মনে করি সেই বলটা স্টেডিয়াম ছাড়া করা সম্ভব ছিল। ৪ ওভারে আজ সে ৪২ রান দিয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৯/আমিনুল