খেলাধুলা

বিপিএলে সাকিবের অন্যরকম সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : দারুণ এক কীর্তি গড়লেন সাকিব আল হাসান। প্রথম খেলোয়াড় হিসেবে বিপিএলে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক। ৯৭ উইকেট নিয়ে মঙ্গলবার মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব। বাঁহাতি এই স্পিনার নিজের প্রথম দুই ওভারে কোনো উইকেট পাননি। তৃতীয় ওভারে ফেরান তামিম ইকবালকে। আর কোটার শেষ ওভারের এসে তিন বলের মধ্যে তুলে নেন শহীদ আফ্রিদি ও শামসুর রহমানের উইকেট। শামসুরকে ফিরিয়ে বিপিএলে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন ঢাকার অধিনায়ক। চার ওভারে ২৪ রানে নেন ৩ উইকেট। অনেক আগে থেকেই বিপিএলের সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। তিনি ১০০ উইকেট নিলেন ৬৯ ম্যাচে। ঢাকা ডায়নামাইটস ছাড়াও তিনি ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল বেঙ্গলস ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন। ৫৭ ম্যাচে ৬৭ উইকেট নিয়ে তালিকায় দুইয়ে আছেন পেসার শফিউল ইসলাম। ৬৮ ম্যাচে ৬৪ উইকেট নিয়ে তিনে মাশরাফি বিন মুর্তজা। এ ছাড়া সেরা পাঁচে আছেন কেভন কুপার (৩৮ ম্যাচে ৬৩ উইকেট) ও রুবেল হোসেন (৪৯ ম্যাচে ৫৭ উইকেট)। রাইজিংবিডি/ঢাকা/২২ জানুয়ারি ২০১৯/পরাগ