খেলাধুলা

সাফজয়ী আরো ১০ ফুটবলারকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক : ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল দল। অক্টোবরে এই দলের ১৯ জন ফুটবলার ও কর্মকর্তাকে সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন অবশ্য ৩০ সদস্যের দলের ১০ জন খেলোয়াড় ও ১ জন কর্মকর্তা বাদ পড়েছিলেন। তবে তাদেরকেও আজ বৃহস্পতিবার পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ বৃহস্পতিবার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেওয়া হয়। পুরস্কার প্রাপ্ত ১০ খেলোয়াড়ের প্রত্যেককে ১০ লাখ টাকা করে এবং কর্মকর্তাকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় পুরস্কার প্রাপ্তরা হলেন খেলোয়াড়রা রুকসানা, মাসুরা পারভীন, শিউলি আজিম, ইসরাত জাহান রত্না, মারজিয়া, সানজিদা আক্তার, ইসরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, রাজিয়া খাতুন এবং মিডিয়া কর্মকর্তা খালিদ মাহমুদ। রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৯/আমিনুল