খেলাধুলা

নতুন করে শুরু করতে চায় চিটাগং ভাইকিংস

ক্রীড়া প্রতিবেদক : বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচেই সিলেট সিক্সার্সের কাছে হার। সেখান থেকে যে চিটাগং ভাইকিংস ঘুরে দাঁড়ালো, এরপর সবশেষ পাঁচ ম্যাচে আর তাদের কেউ হারাতে পারেনি। টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে তারা। বিপিএল এখন উড়তে থাকা চিটাগং ভাইকিংসের শহরে। আগামীকাল সন্ধ্যা ৭টায় লিগের অষ্টম ম্যাচে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এই মাঠে আরো তিনটি ম্যাচ খেলবে চিটাগং। এখানে তারা সবকিছু নতুন করে শুরু করতে চায়। তেমনটাই জানিয়েছেন চিটাগং ভাইকিংসের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। ‘টিম হিসেবে আমরা চমৎকার ক্রিকেট খেলছি। সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব আমরা। এখানে চারটা ম্যাচ আছে। যেন জয়ের ধারা অক্ষুন্ন রাখতে পারি। রংপুরের বিপক্ষে নতুন করে শুরু করব আমরা। প্রত্যেকটা ম্যাচ নিয়েই নতুনভাবে চিন্তা করে, পরিকল্পনা করে খেলছি। আমাদের তিন বিভাগই ভাল আছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই। যেভাবে চেষ্টা করছি আমরা সেভাবেই হচ্ছে।’ টানা জয়ের রহস্যের কথা জানতে চাইলে আশরাফুল বলেন, ‘যেভাবে পরিকল্পনা করছি এবং যে জায়গায় যে ধরণের খেলোয়াড় প্রয়োজন...এ পর্যন্ত সবগুলো জিনিস কাজে দিচ্ছে, এটাই মূল রহস্য। যেহেতু চারটা ফরেনার এ বছর। যদি ভাল রেজাল্ট করতে হয় লোকালদেরও গুরুত্ব বহন করতে হচ্ছে। সেদিক থেকে আমাদের লোকাল যারাই খেলছে চমৎকার ক্রিকেট খেলছে।অন্যান্য টিমের থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের লোকাল সব খেলোয়াড় পারফরম্যান্সের মধ্যে ছিল। জাতীয় লিগ বিসিএল, ইমার্জিং কাপে যারা গিয়েছিল পাকিস্তানে। সবাই আসলে রানের মধ্যে, উইকেটের মধ্যে ছিল এই কারণেই আসলে রেজাল্ট আমাদের পক্ষে আসছে।’ কালকে রংপুরের বিপক্ষে ম্যাচ। প্রথম দেখায় রংপুরকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়েছিল। রংপুর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। রাইলি রুশো, আলেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল রান পাচ্ছেন। সবশেষ দুই ম্যাচে তারা বড় টার্গেট তাড়া করে জিতেছে। আশরাফুল মনে করছেন তাদের এই চারজনই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান। তবে যেহেতু তাদের দলের সবাই পারফরম্যান্স করছে সেটা করতে পারলে কালকেও তাদের পক্ষেই আসতে পারে ম্যাচের ফল, ‘রংপুর শেষ দুটি ম্যাচ সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে। তাদের ব্যাটিং যদি দেখি চারজন বিদেশি-ই ওয়ার্ল্ডক্লাস ব্যাটসম্যান। তাদের বিপক্ষে খেলাটা কঠিন তো হবেই, তবে যেহেতু টি-টুয়েন্টি ফরম্যাট সেরাটা খেলতে পারলে...। আমাদের সব ডিপার্টমেন্ট ভাল খেলছে। রংপুরের যদি দেখেন বিদেশি যে চার ব্যাটসম্যান তাদের দিকেই তারা বেশি তাকিয়ে আছে। আমাদের টিমে কিন্তু ওই জিনিসটা নেই। যখনই প্রয়োজন হচ্ছে পারফর্ম করছে।’ রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৯/আমিনুল