খেলাধুলা

আফ্রিদির ম্যাচসেরা ‘রেকর্ডধারী’ তামিম

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাত জয়ের তিনটিরই নায়ক শহীদ আফ্রিদি। ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার প্রথমবারের মতো খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। বুমবুম আফ্রিদি পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত। প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে অবদান রেখে দলকে জিতিয়েছিলেন। সিলেটের বিপক্ষে ২৯ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ২৫ বলে করেছিলেন ৩৯ রান। রাজশাহী কিংসের বিপক্ষে প্রথম মুখোমুখিতে বল হাতে আফ্রিদি নিয়েছিলেন ৩ উইকেট। ব্যাটিংয়ে ৫ বলে ৯ রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। আজ চট্টগ্রামে আবার ম্যাচসেরা আফ্রিদি। চিটাগং ভাইকিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৪ ওভারে ১০ রানে নিয়েছেন ২ উইকেট। বোলিং স্পেলে ছিল ১৫ ডট বল। তার দারুণ বোলিংয়ে চিটাগং ১১৬ রানের বেশি করতে পারেনি। বল হাতে দারুণ অবদানে ম্যাচসেরা হলেও আফ্রিদির চোখে আজকের জয়ের নায়ক সতীর্থ তামিম ইকবাল। ১১৭ রানের লক্ষ্য তাড়ায় তামিম ব্যাট হাতে করেছেন ৫৪ রান। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি ওপেনার। পুরস্কার বিতরণী মঞ্চে আফ্রিদি বলেছেন, ‘আজকের জয়টা গুরুত্বপূর্ণ ছিল। দলগতভাবে আমরা ভালো পারফর্ম করছি। পারফরম্যান্সে আমাদেরকে আরো ধারাবাহিক হতে হবে। আপনাকে স্কিলফুল হতে হবে। লেগ স্পিন, গুগলি ও ফ্লিপার থাকলে আপনি বোলিংয়ে সাহায্য পাবেন। ম্যাচসেরা হয়েছি ঠিকই, তবে আমি আমার ম্যাচসেরার পুরস্কার দেব তামিমকে। লক্ষ্য তাড়ায় শুরুটা গুরুত্বপূর্ণ। আবার শেষ করে আসাটাও জরুরি।’ আজকের ইনিংস খেলার পথে অনন্য এক রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১৮৭ টি-টোয়েন্টিতে তামিমের রান ৫০২৯। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৯ জানুয়ারি ২০১৯/ইয়াসিন/পরাগ