খেলাধুলা

জাতীয় জুনিয়র বক্সিং প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক : মার্চের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত পল্টনস্থ মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় জুনিয়র (বালক ও বালিকা) বক্সিং প্রতিযোগিতা-২০১৯। তার আগে চলতি মাসের ৯ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। এবারের এই মাসব্যাপী বাছাইপর্ব ও জাতীয় জুনিয়র বক্সিং প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে আছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। তেমনটাই জানিয়েছেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম তুহিন। তিনি বলেন, ‘মার্চের ৮-১২ পর্যন্ত অনুষ্ঠিত হবে জাতীয় জুনিয়র বক্সিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন গ্রুপ। মূল প্রতিযোগিতার আগে আগামী ৯ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আটটি বিভাগে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। সেখান থেকে সেরা ২০০ জন ছেলে-মেয়ে নিয়ে অনুষ্ঠিত হবে মূলপর্ব। ওয়ালটন গ্রুপ আগেও বক্সিংয়ের সঙ্গে ছিল। সে জন্য তাদের ধন্যবাদ জানাই। আশা করব ভবিষ্যতেও তারা এভাবে আমাদের পাশে থাকবে।’ তিনি আরো জানিয়েছেন ফেব্রুয়ারি মাসের ৯-১০ তারিখ রাজশাহী বিভাগে, ১১-১২ তারিখ রংপুর বিভাগে, ১৩-১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগে, ১৩-১৪ তারিখ ময়মনসিংহ বিভাগে, ১৬-১৭ ফেব্রুয়ারি সিলেট বিভাগে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। তারপর ২২-২৩ তারিখ খুলনা বিভাগে, ২৫-২৬ ফেব্রুয়ারি বরিশাল বিভাগে, ২৫-২৬ তারিখ ঢাকা বিভাগে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘জাতীয় জুনিয়র বক্সিং বড় একটি টুর্নামেন্ট। যেখানে সারা দেশ থেকে প্রতিভাবান বক্সাররা অংশ নিবে। এটার সঙ্গে আমরা সম্পৃক্ত হয়েছি। আমরা চাই তৃণমূল পর্যায় থেকে বাংলাদেশ বক্সিং ফেডারেশন প্রতিভাবান বক্সার তুলে এনে আরো শক্তিশালী হোক। যারা ভবিষ্যতে বাংলাদেশের ঝা-া উড়াবে দেশের বাইরে। বাংলাদেশকে এনে দেবে সাফল্য। শক্তিশালী করবে জাতীয় দলের পাইপলাইন। আশা করব অত্যন্ত কার্যকরভাবে এই বাছাইপর্ব সম্পন্ন হবে এবং সফল্যের সঙ্গে মূলপর্বও অনুষ্ঠিত হবে।’ এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার থাকবে এটিএন বাংলা, রেডিও পার্টনার হিসেবে থাকবে রেডিও টুডে, সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৯/আমিনুল