খেলাধুলা

নামের মধ্যেই বছরের ১২ মাস, আলোচনায় এই ফুটবলার

ক্রীড়া ডেস্ক : বয়স মাত্র ২০ বছর। নিজের প্রতিভার পুরোপুরি বিকাশ এখনো ঘটাতে পারেননি। তবে তিনি যে প্রতিভাবান সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে আহামরি কোনো পারফরম্যান্স দিয়ে নয়, নাম দিয়েই আলোচনায় উঠে এসেছেন কলম্বিয়ার ফুটবলার ইফমামজাসন্ড গঞ্জালেস। কারণ, তার নামের মধ্যেই যে লুকিয়ে রয়েছে বছরের ১২টি মাসের নাম। সেটা কিভাবে? সেটা হল স্প্যানিশ ভাষায় বছরের ১২টি মাসের প্রত্যেকটির প্রথম অক্ষর নিয়ে তার নামটি রাখা হয়েছে। তাতে তার নাম দাঁড়িয়েছে ইএফএমএমজেজেএওএনডি (EFMAMJJASOND) ইফমামজাসন্ড গঞ্জালেস। তার নামের- ‘ই’ অক্ষর দিয়ে এনরো(জানুয়ারি),

‘এফ’ দিয়ে ফেবরো(ফেব্রুয়ারি),

‘এম’ দিয়ে মারজো(মার্চ),

‘এ’ দিয়ে এব্রিল(এপ্রিল),

‘এম’ দিয়ে মায়ো(মে),

‘জে’ দিয়ে জুনিও(জুন),

‘জে’ দিয়ে জুলিও(জুলাই),

‘এ’ দিয়ে আগস্তো (আগস্ট),

‘এস’ দিয়ে সেপ্টিমব্রে(সেপ্টেম্বর),

‘ও’ দিয়ে অক্টুবর(অক্টোবর),

‘এন’ দিয়ে নভিমব্রে (নভেম্বর) এবং

‘ডি’ দিয়ে হয় ডিসিমব্রে (ডিসেম্বর)।

 

তাইতো তিনি যখন তার অদ্ভুত এই নামটি বলেন তখন তাকে ব্যাখ্যাসহ বলতে হয়।অবশ্য তিনি পুরো নামের পরিবর্তে ‘ইফমামজাসন্ড’ এর শেষ অংশটুকু জাসন্ড বলেন কখনো কখনো। যাতে তাকে পুরোটা ব্যাখ্যা করতে না হয়। অবশ্য শুধু নাম দিয়ে নন, ভালো পারফরম্যান্স করেও তিনি আলোচনায় আসতে চান। ইতিমধ্যে কলম্বিয়াতে নিজের প্রতিভা দেখাতে শুরু করেছেন গঞ্জালেস। অ্যাটলেটিকো ন্যাসিওনালের হয়ে দুই বছর খেলে এবার আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোর হয়ে খেলতে ট্রায়াল দিতে এসেছেন। রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৯/আমিনুল