খেলাধুলা

প্রথমবার আনফিল্ডে খেলতে উদগ্রীব ন্যুয়ার

ক্রীড়া ডেস্ক: ইউরোপের নামকরা বহু স্টেডিয়ামেই খেলার সুযোগ হয়েছে বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের। তবে ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব লিভারপুলের মাঠ আনফিল্ডে এখনো নামার সুযোগ হয়নি বিশ্বকাপজয়ী এ তারকার। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এবার সে অপেক্ষার অবসান হচ্ছে তার। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে লিভারপুলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে আনফিল্ডে বায়ার্ন মিউনিখকে স্বাগত জানাবে লিভারপুল। আগামী ১৯ ফেব্রুয়ারি এ ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো আনফিল্ডে মাঠে নামবেন ন্যুয়ার। ক্যারিয়ারে প্রথমবার অলরেডসদের মাঠে নামতে মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন জার্মান এ গোলরক্ষক। ‘আনফিল্ডে এটা আমার প্রথম ম্যাচ। আমি এখানে খেলার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আমি এই স্টেডিয়ামের বৈরি পরিবেশ সম্পর্কে জেনেছি। এখানে যারা খেলা দেখেছেন তারা এর বিশেষত্ব সম্পর্কে অবগত রয়েছেন। আমি মনে করি দুই দলের মধ্যে অসাধারন দুটি ম্যাচ হবে।’ প্রথমবারের মতো আনফিল্ডে নামা ছাড়াও চ্যাম্পিয়নস লিগের ম্যাচ বলে লিভারপুলের বিপক্ষে এ লড়াইকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন ন্যুয়ার। এ প্রসঙ্গে জার্মান নম্বর ওয়ান তারকা বলেন, ‘আমাদের কাছে চ্যাম্পিয়নস লিগ খুব গুরুত্বপূর্ণ। এটা নকআউট পর্ব, দুটি ফাইনালের মতো। তাদের মাঠে খেলা হতে যাওয়ায় আমরা খুশি। আশা করছি এটা আমাদের জন্য অসাধারন একটি ম্যাচ হবে। তবে এটা অবশ্যই ফলাফলের ওপর নির্ভর করবে।’

       

রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৯/শামীম