খেলাধুলা

হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক : মার্টিন গাপটিলের দারুণ সেঞ্চুরিতে নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের সহজ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান তোলে। জবাবে নিউজিল্যান্ড ৩৩ বল বাকি থাকতে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে শতরান পায় নিউজিল্যান্ড। এরপরই কিউই শিবিরে আঘাত করেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি স্পিনারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হেনরি নিকোলস। ৮০ বলে ৫৩ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। দ্রুতই আউট হন নতুন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। মাহমুদউল্লাহর বলে নিউজিল্যান্ডের অধিনায়ক এলবিডব্লিউ হন ১১ রানে। 

দ্রুত ২ উইকেট হারালেও গাপটিল ছিলেন দুর্দান্ত। জমাট ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। তাকে তৃতীয় উইকেটে সঙ্গ দেন রস টেলর। তাদের অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে হেসেখেলে জয় পায় নিউজিল্যান্ড। ম্যাচসেরা নির্বাচিত হওয়া গাপটিল ১১৭ ও টেলর ৪৫ রানে অপরাজিত ছিলেন। এর আগে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। মাঝে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ মিথুন। তাকে যোগ্য সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ব্যাটিং ব্যর্থতার দিনে সম্মিলিত প্রচেষ্টায় স্কোরবোর্ডে ২৩২ রানের পুঁজি পায় বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করতে নেমে ৯৪ রান তুলতেই ৬ ব্যাটসম্যান সাজঘরে। ষষ্ঠ উইকেটে ৩৭ রানের জুটি গড়েন মিরাজ ও মিথুন। বলের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করা মিরাজ দ্যুতি ছড়াচ্ছিলেন। কিন্তু ভুল শটে শেষ তার ২৭ বলে ২৬ রানের লড়াকু ইনিংস। ১৩১ রানে ৭ উইকেট নেই বাংলাদেশের। বাড়তি একজন ব্যাটসম্যান নিয়ে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই বাড়তি ব্যাটসম্যান আর অন্য কেউ নন, পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। শেষমেশ তার ব্যাটেই লড়েছে বাংলাদেশ। অপরপ্রান্তে মিথুন জমাট ব্যাটিং করছিলেন। দুজনের অষ্টম উইকেট জুটিতে বাংলাদেশ পায় ৮৪ রান। তাদের ব্যাটে আড়াইশ রানের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু সাইফউদ্দিনের পর মিথুন আউট হলে বেশিদূর যায়নি বাংলাদেশের রান। স্যান্টনারকে তুলে মারতে গিয়ে সাইফউদ্দিন আউট হন ৪১ রানে। ৫৮ বলে ৩ বাউন্ডারিতে ইনিংসটি সাজান সাইফউদ্দিন। আর নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরা মিথুনের ব্যাট থেকে আসে ৬২ রান। ৯০ বলে ৫ বাউন্ডারিতে করা মিথুনকে থামান ৪ উইকেট পাওয়া ফার্গুসন। মুস্তাফিজুর রহমান ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হলে মাশরাফি অপরাজিত থাকেন ৯ রানে। ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৪২ রান তুলতেই হারায় ৪ উইকেট। তামিম ইকবাল (৫), লিটন দাস (১) ও মুশফিকুর রহিম (৫) আউট হন। ২২ বলে ৩০ রান করে বিদায় নেন সৌম্য। পঞ্চম উইকেটে দলের হাল ধরেছিলেন মোহাম্মদ মিথুন ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২৮ রানের জুটি গড়েছিলেন দুই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু দুই অঙ্ক ছোঁয়ার পরই মাহমুদউল্লাহর ইনিংসের শেষ হয়। দলে ফেরা সাব্বির রহমানের ব্যাট হাসেনি। ‘আনলাকি থার্টিনে’ পৌঁছার পর সাব্বির স্টাম্পড হন স্যান্টনারের বলে। ২২ গজে দ্যুতি ছড়ানের পর মিরাজ আউট হন ২৬ রানে। স্যান্টনার ও বোল্ট পেয়েছেন ৩টি করে উইকেট। আগুন ঝরা বোলিংয়ে ফার্গুসনের শিকার ৪ উইকেট। বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেলর, টম ল্যাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৯/ইয়াসিন