খেলাধুলা

২০২২ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদে সিমিওনে

ক্রীড়া ডেস্ক : অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করেছেন কোচ দিয়েগো সিমিওনে। নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন এই আর্জেন্টাইন কোচ। সিমিওনের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২০ সাল পর্যন্ত। বৃহস্পতিবার নতুন চুক্তির কথা জানায় অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোর ইতিহাসের সবচেয়ে সফলতম কোচ সিমিওনে। তার অধীনে সাত বছরে সাতটি শিরোপা জিতেছে ক্লাবটি। গত বছরের আগস্টে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নেয় অ্যাটলেটিকো। এর আগে ২০১২ সালেও এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল তারা। এ ছাড়া দুইবার ইউরোপা লিগ, একবার করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে। অ্যাটলেটিকোতে সিমিওনের সেরা অর্জন ২০১৩-১৪ লা লিগা শিরোপা জয়। এই মৌসুমে এখন পর্যন্ত ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে তার দল। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল ও ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

   

রাইজিংবিডি/ঢাকা/১৫ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ