খেলাধুলা

ওয়ালটন এলিভেটর স্কুল দাবা প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ালটন এলিভেটর স্কুল দাবা প্রশিক্ষণ কর্মশালা-২০১৯’। বাংলাদেশ চেস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান দাবাড়ু খুঁজে বের করতে ধানমন্ডি ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ কর্মশালা। যেখানে স্কুলটির প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানমন্ডি ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল মান্নান, প্রধান শিক্ষক ফরিদা সুলতানা, অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মাহবুব আফজাল রঞ্জন ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম রাহীসহ অন্যান্যরা। উদ্বোধনকালে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ২০১৪ সাল থেকে স্কুল দাবা প্রশিক্ষণ কর্মসূচি ও প্রতিযোগিতা চালিয়ে আসছি। মূলত এটা ট্যালেন্ট হান্ট কর্মসূচি। এটার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দাবার প্রতি আকৃষ্ট করার পাশাপাশি তাদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে। কারণ, দাবা একটি সৃজনশীল খেলা। যা ছাত্র-ছাত্রীদের মেধাকে আরো শানিত করে। বুদ্ধিদীপ্ত ও মাদকমুক্ত সমাজ গঠনের ব্রত নিয়ে ওয়ালটন গ্রুপ এই ধরণের প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হয়েছে। আশা করি এই ধরনের আয়োজনের মাধ্যমে এক সময় আমরা ভবিষ্যতের তারকা দাবাড়ুদের পেয়ে যাব। যারা এক সময় দেশের বাইরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশের দাবার ঝাণ্ডা উড়াবে।’ এই প্রশিক্ষণ কর্মশালার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার হিসেবে আছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম। রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৯/আমিনুল