খেলাধুলা

ছিটকে গেলেন ফিল্যান্ডার

ক্রীড়া ডেস্ক : হ্যামস্ট্রিংয়ের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার।তার জায়গায় প্রোটিয়াদের সিরিজ বাঁচানোর ম্যাচে অভিষেক হতে পারে ২১ বছর বয়সি অলরাউন্ডার ভিয়ান মুল্ডারের। ডারবানে দক্ষিণ আফ্রিকার ১ উইকেটে হেরে যাওয়া প্রথম টেস্টে মাত্র আট ওভার বোলিং করতে পেরেছিলেন ফিল্যান্ডার। সেই ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে তার সেরে উঠতে ১০ থেকে ১২ দিন লাগবে। মুল্ডার প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন। তবে একাদশে জায়গা হবে না বলে ঘরোয়া দলের হয়ে লিস্ট ‘এ’ ম্যাচ খেলার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।সেই মুল্ডার এখন পোর্ট এলিজাবেথে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে অভিষেকের অপেক্ষায়। মুল্ডার ফিল্যান্ডারের মতো সুইং-বোলিং অলরাউন্ডার। ব্যাটিংটা ভালোই পারেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১ ইনিংসে তার গড় ৪৩.৮। সেঞ্চুরি আছে তিনটি। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ