খেলাধুলা

নবী-নজিবুল্লাহর নৈপুণ্যে জিতল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক : দেরাদুনে বৃহস্পতিবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হারতে বসেছিল আফগানিস্তান। সফরকারী আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে ৫০ রানেই ৫ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। সেখান থেকে দলের হাল ধরেন মোহাম্মদ নবী ও নজিবুল্লাহ জাদরান। তারা দুজন ১২ ওভার অবিচ্ছিন্ন থাকেন। ৭.১৬ গড়ে তোলেন ৮৬ রান। তাতে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে প্রথম ম্যাচে জয় পায় আফগানিস্তান। মোহাম্মদ নবী ৪০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন নজিবুল্লাহ জাদরান। বল হাতে ২টি উইকেট নিয়েছেন আয়ারল্যান্ডের বয়ড রানকিন। তার আগে স্টুয়ার্ড পয়েন্টারের অপরাজিত ৩১, জর্জ ডকরেলের অপরাজিত ৩৪ ও পল স্টার্লিং এর ২৩ রানে ভর করে ১৩২ রানের সংগ্রহ পেয়েছিল আয়ারল্যান্ড। বল হাতে আফগানিস্তানের রশিদ খান ও মোহাম্মদ নবী ২টি করে উইকেট নিয়েছিলেন। ১টি করে উইকেট নিয়েছিলেন মুজিব উর রহমান ও করিম জানাত। বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ৪৯ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন মোহাম্মদ নবী। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দল দুটি। রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৯/আমিনুল