খেলাধুলা

ইউরোপা লিগের শেষ ষোলোয় আর্সেনাল-চেলসি

ক্রীড়া ডেস্ক : প্রথম লেগে হারের ধাক্কা সামলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াল আর্সেনাল। বাতে বরিসভকে ফিরতি লেগে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোয় উঠে গেল ‘গানার’রা। এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছিল বেলারুশের ক্লাব বাতে। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোর টিকিট পেয়েছে আর্সেনাল। ম্যাচের চতুর্থ মিনিটেই জাখার ভলকভের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। পিয়েরে-এমরিক অবামেয়াংয়ের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠান বেলারুশের ডিফেন্ডার। ৩৯ মিনিটে গ্রানিত শাকার কর্নার থেকে সেন্টার-ব্যাক শিকদরন মুস্তাফির জোরালো হেডে ব্যবধান দ্বিগুণ হয় আর্সেনালের। আর ৬০ মিনিটে বদলি হিসেবে নামা সক্রেটিস পাপাস্তাথোপুলসের হেডে স্কোরলাইন হয়ে যায় ৩-০। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতি লেগে সুইডিশ ক্লাব মালমোকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে আরেক ইংলিশ ক্লাব চেলসিও। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে গেছে তারা। শেষ ষোলোয় উঠেছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া, ইতালিয়ান ক্লাব নাপোলিও। শুক্রবার হবে শেষ ষোলোর ড্র। রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ