খেলাধুলা

মিস্টার ঢাকা উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক : সেলমি আল-মাহমুদ প্রেজেন্টস ‘ওয়ালটন-বিএবিবিএফ মিস্টার ঢাকা উন্মুক্ত শরীরগঠন ও ফিজিক চ্যাম্পিয়নশিপ-২০১৯’ এর টাইটেল স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের তত্ত্বাবধানে এবং সাউথ পয়েন্ট ফিটনেস জোনের আয়োজনে ২৯-৩১ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদে টাওয়ার ভবনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয়ে জানতে চাইলে আয়োজক সাউথ পয়েন্ট ফিটনেস জোনের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম খান নাঈম বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায়, সাউথ পয়েন্ট ফিটনেস জোনের আয়োজনে, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের তত্ত্বাবধানে মার্চের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। মিস্টার ঢাকার ওজন শ্রেণি থাকবে ৬টি (৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও ৮০+ কেজি)। আর ফিজিকে উচ্চতা অনুযায়ী তিনটি ক্যাটাগোরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে (১৬৬ সে.মি, ১৭০ সে.মি ও ১৭০+ সে.মি)।’ তিনি আরো বলেন, ‘প্রত্যেক ওজন শ্রেণি ও ক্যাটাগোরির প্রথম স্থান অর্জনকারীট্রফি, মেডেল, সনদপত্র ও ১৫ হাজার টাকার ক্যাশ অ্যাওয়ার্ড। যারা দ্বিতীয় হবেন তারা পাবেন ট্রফি, মেডেল, সনদপত্র ও ১০ হাজার টাকা। তৃতীয় স্থান অধিকারকারীরা পাবেন মেডেল, সনদপত্র ও ৫ হাজার টাকা। আর চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অধিকারকারীরা টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মেডেল ও সনদপত্র পাবেন।’

 

‘এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। তারা প্রতিযোগিতার চূড়ান্তপর্ব সরাসরি সম্প্রচার করবে। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কো-স্পন্সর হিসেবে আছে ভিআইপি স্পোর্টস অ্যান্ড ফিটনেস ও জিএনসি। অ্যাওয়ার্ড পার্টনার হিসেবে আছে টোটাল প্লাস। আর অনলাইন পার্টনার হিসেবে আছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।’ যোগ করেন তিনি। প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘এ নিয়ে তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতার সঙ্গে আমরা সম্পৃক্ত হতেযাচ্ছি। কারণ, আমরা ওয়ালটন গ্রুপ বিশ্বাস করি সুস্থ্য দেহে সুস্থ্য মন থাকে। আর শরীর সুস্থ্য রাখতে শরীরগঠনের ভূমিকা অনেক। তাছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে শরীরগঠনের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের তরুণ সমাজকে শরীরগঠনে উৎসাহিত করার মাধ্যমে তাদেরকে মাদক ও অন্যান্য খারাপ প্রবৃত্তি থেকে দূরে সরিয়ে আনা সম্ভব। তাই যতো বেশি এই আয়োজনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে পারব, ততোবেশি তরুণদের সম্পৃক্ত করা সম্ভব হবে।’ রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৯/আমিনুল