খেলাধুলা

জাতীয় জিমন্যাস্টিকসে বিকেএসপি ও আনসার চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামেঅনুষ্ঠিত চার দিনব্যাপী ৩৬তম সিনিয়র, ২১তম জুনিয়র ও  ৪র্থ বয়স ভিক্তিক জাতীয় জিমন্যাস্টিকস প্রতিযোগিতা-২০১৯ আজ রোববার শেষ হয়েছে। এবারের এই প্রতিযোগিতায়পুরুষ বিভাগে ২১৯.৯০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রানার আপ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের(বিকেএসপি) অর্জন ২১০.৫৫ পয়েন্ট। মহিলা বিভাগে ১৪৪.৭৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। আর আনসার ১৩০.২০ পয়েন্ট পেয়ে হয়েছে রানার আপ। সিনিয়র বিভাগে ব্যক্তিগত সেরা খেলোয়াড় হয়েছেন আনসার দলের সাদ্দাম হোসেন এবং বিকেএসপির নূর আক্তার বানু। জুনিয়র বালকদের বিভাগে ২২৭.৭৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। আর ২০৭.৪০ পয়েন্টে পেয়ে রানার আপ হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এছাড়া বালিকা বিভাগে ১১৫.৬০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। আর ৭৯.৩০ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। জুনিয়র বিভাগে বালক ও বালিকা উভয় বিভাগে ব্যক্তিগত সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির সাজিদ হক ও মিফতাহুল জান্নাত ইয়ামা।  আর বয়স ভিক্তিক প্রতিযোগিতায় বালক ১০ হতে ১৩ বছর বয়সি গ্রুপে প্যারালাল বারস ও ফ্লোর ইভেন্টে স্বর্ণ পেয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। ৯ হতে ১২ বছর বয়সি বালিকা গ্রুপে ভল্টিং টেবিল ও ফ্লোর ইভেন্টে স্বর্ণ জয় করে বিকেএসপি। খেলা শেষে প্রধান অতিথি হিসিবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: ওমর ফারুক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: আহমেদুর রহমান বাবলু, আনসার দলের ক্রীড়া অফিসার মো: রায়হান উদ্দিন ফকির, বিকেএসপি ও ফেডারেশনের কর্মকর্তারা। রাইজিংবিডি/ঢাকা/৩ মার্চ ২০১৯/আমিনুল