খেলাধুলা

ভিএআর পেনাল্টি নিয়ে নেইমারের ক্ষোভ

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে রূপকথার জন্ম দিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই। কিন্তু ফিরতি লেগে ম্যানইউর বিপক্ষে ঘরের মাঠে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে ফরাসি চ্যাম্পিয়নদের। কিন্তু ভিএআর পেনাল্টির সহায়তায় ওই ম্যাচের শেষ গোল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পিএসজি তারকা নেইমার। ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি নেইমার। পিএসজি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটা অবশ্য ভিআইপি বক্সে বসেই দেখেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।শেষ মুহূর্তের টানটান উত্তেজনার সময় ডাগআউটে নেমে এসেছিলেন তিনি। কিন্তু অন্তিম মুহূর্তে ভিএআর থেকে পাওয়া পেনাল্টিতেই পিএসজির বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে ইউনাইটেড। তবে ভিএআরের সাহায্যে রেফারির দেওয়া ওই পেনাল্টির সিদ্ধান্ত কিছুতে মানতে পারছেন না নেইমার। ক্ষুব্ধ নেইমার বলছেন, পিএসজি-ইউনাইটেড ম্যাচে মাঠে থাকা চারজন রেফারি ফুটবলের কিছুই বোঝেন না। পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। এরপর আর কোনো অঘটন না ঘটলে উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়তে পারত স্বাগতিকরা। কিন্তু তাদের কোয়ার্টারে পৌঁছানোর স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় বিতর্কের জন্ম দেয়া ভিএআর। বক্সের বাইরে থেকে নেওয়া ডিয়েগো দালোর শট ঘুরে উঠে লাফিয়ে বাধা দিয়েছিলেন প্রেসনেল কিমপেম্বে । প্রথমে রেফারি কর্নারের বাঁশি বাজালেও পরের মুহূর্তেই সিদ্ধান্ত নেন ভিএআরের সাহায্য নেওয়ার। ভিএআরের সাহায্য নিয়ে কিমপেম্বের বিরুদ্ধে হ্যান্ডবলের অভিযোগ এনে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকে গোল করেই ইউনাইটেডকে কোয়ার্টারে নিয়ে যান মার্কাস র‍্যাশফোর্ড। কিমপেম্বের সেই বিতর্কিত হ্যান্ডবল নিয়ে নেইমার বলেন, ‘বলটা তাঁর শরীরের পেছনে লেগেছিল, তাহলে সেটা হ্যান্ডবল কীভাবে হয়? খুব বাজে একটা ব্যাপার ঘটেছে। এমন চারজনকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে যারা ফুটবলই বোঝেন না। এটা কোনভাবেই পেনাল্টি হয় না।' নেইমারের পর বিতর্কিত ওই পেনাল্টি নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন পিএসজি কোচ থমাস টুখেলও।

       

রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৯/শামীম