খেলাধুলা

এবার ৭১ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ও সব মিলিয়ে দ্বিতীয় সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিজেদের তৃতীয় সর্বনিম্ন ৭১ রানে অলআউট হওয়ার পাশাপাশি হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে ক্যারিবীয়রা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রোববার শেষ ম্যাচটি ইংল্যান্ড জিতেছে ৮ উইকেটে, ৫৭ বল বাকি থাকতেই। টি-টোয়েন্টিতে বল বাকি রেখে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় এটিই। তিন ম্যাচের সিরিজ ইংলিশরা জিতল ৩-০ ব্যবধানে। টস জিতে ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইলকে বিশ্রাম দিয়ে খেলতে নামা স্বাগতিকরা প্রথম বলেই হারায় শাই হোপকে। নিজের প্রথম তিন ওভারে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার গুঁড়িয়ে দেন ডেভিড উইলি। একটা পর্যায়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৪ উইকেটে ৪৫। এরপর ২৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ১৩ ওভারেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে দুই অঙ্ক ছুঁয়েছেন চারজন। এর মধ্যে জন ক্যাম্পবেল, জেসন হোল্ডার, নিকোলাস পুরাণ- তিনজনেরই রান ১১ করে। এগারো নম্বরে নামা ওবেদ ম্যাকোয় করেন ১০ রান। ৩ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার ম্যাচসেরা হওয়া উইলি। মার্ক উড ৯ রানে ৩টি, আদিল রশিদ ১৮ রানে ২টি ও জো ডেনলি নেন একটি উইকেট। দুই ওপেনারকে হারিয়ে ৭২ রানের লক্ষ্যটা ইংল্যান্ড পেরিয়ে যায় সহজেই। দুই ওপেনার জনি বেয়ারস্টো ৩৭ ও অ্যালেক্স হেলস করেন ২০ রান। জো রুট ৪ ও অধিনায়ক এউইন মরগান ১০ রানে অপরাজিত ছিলেন। রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৯/পরাগ