খেলাধুলা

রোনালদো একটা পশু : ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক : জুভেন্টাসের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো প্রমাণ করেছেন যে কেন তিনি উয়েফা চ্যাম্পিয়নস লিগের আগের পাঁচ আসরের চারটিরই শিরোপা জিতেছিলেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে তার দল ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলের বিপক্ষে। সেই জুভেন্টাসকে মঙ্গলবার রাতে একাই টেনে তুললেন তিনি। হ্যাটট্রিক করে জুভেন্টাসকে পাইয়ে দিয়েছেন কোয়ার্টার ফাইনালের টিকেট। আর বিদায় করে দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদকে। রোনালদো এমন পারফরম্যান্সের পর আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা পর্তুগীজ এই তারকার সঙ্গে স্বদেশি লিওনেল মেসির তুলনা করেছেন। তুলনা করতে গিয়ে তিনি রোনালদোকে পশু বলে উল্লেখ করেছেন। ম্যারাডোনা বলেন, ‘কিছু কিছু খেলোয়াড় আছে যারা যাদু দণ্ডের ন্যায় কাজ করে। তবে সত্যটা হল আর্জেন্টিনার মানুষজন গর্বিত যে লিওনেল মেসি একজন আর্জেন্টাইন। যে স্পেনে খেললেও স্প্যানিশ হয়ে যায়নি। তবে কিছু কিছু খেলোয়াড় আছে পশুর মতো। রোনালদো হল শক্তির প্রতীক। সে একজন গোলদাতাও বটে। সে বলেছিল যে তিনটি গোল করবে এবং সে তাই করেছে।’ তথ্যসূত্র : মার্কা রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৯/আমিনুল