খেলাধুলা

প্রথম টেস্ট জয়ের সুবাস পাচ্ছে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক : নিজেদের ইতিহাসের মাত্র দ্বিতীয় টেস্টেই প্রথম জয়ের সুবাস পাচ্ছে আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে দেরাদুন টেস্টে ১৪৭ রানের ছোট লক্ষ্য পেয়ে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ২৯ রান তুলেছে আফগানরা। ৯ উইকেট হাতে রেখে জয়ের জন্য তাদের দরকার আর ১১৮ রান। রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ২২ রান নিয়ে রোববার তৃতীয় দিন শুরু করেছিল আয়ারল্যান্ড। দিনের শুরুতেই তারা হারায় পল স্টার্লিংয়ের উইকেট। ইয়ামিন আহমাদজাইয়ের বল স্টার্লিংয়ের ব্যাট ছুঁয়ে প্যাডে লাগলেও এলবিডব্লিউ দেন আম্পায়ার। ম্যাচে রিভিউ না থাকায় আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলী হতে হয় আইরিশ ব্যাটসম্যানকে। তৃতীয় উইকেটে ১০৪ রানের বড় জুটি গড়েন অ্যান্ডি বালবির্নি ও জেমস ম্যাককালাম। কিন্তু এ জুটি ভাঙতেই ধস নামে আয়ারল্যান্ডের ইনিংসে। ২ উইকেটে ১৩৭ থেকে স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১৫৭! বালবির্নি ৮২ ও ম্যাককালাম করেন ৩৯ রান। সপ্তম উইকেটে ৬৩ রানের জুটি গড়ে দলের স্কোর দুইশ পার করেন কেভিন ও‘ব্রায়েন ও জর্জ ডকরেল। তবে ১০ রানের ব্যবধানে এই দুজনের সঙ্গে আরো একটি উইকেট হারায় আইরিশরা। ও‘ব্রায়েন ৫৬ ও ডকরেল করেন ২৫। তখনো আইরিশদের লিড একশ পার হয়নি। আবারো দলের ত্রাতা হয়ে দেখা দেন টিম মুরতাগ। প্রথম ইনিংসে ৮৫ রানে ৯ উইকেট হারানোর পর এগারো নম্বরে নেমে ৮৭ রানের জুটি গড়েছিলেন শেষ উইকেট জুটিতে। ক্যামেরন ডওকে নিয়ে এবার মুরতাগের শেষ উইকেট জুটি ৫৮ রানের। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩২ বলে ২৭ রান করেন মুরতাগ। ৩২ রানে অপরাজিত ছিলেন ক্যামেরন। ৮২ রানে ৫ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বলার রশিদ খান। ইয়ামিন নেন ৩টি উইকেট। আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৮৮ রানে। প্রথম ইনিংসে ১৪২ রানের লিড পাওয়ায় আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৪৭। লক্ষ্য তাড়ায় ধীরগতিতে শুরু করেছিলেন মোহাম্মদ শাহজাদ ও ইহসানউল্লাহ। প্রথম ৯ ওভারে আসে মাত্র ৪ রান। দশম ওভারে শাহজাদকে ফিরিয়ে ৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ম্যাকব্রাইন। দিনের বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেননি ইহসানউল্লাহ (১৬*) ও রহমত শাহ (১১*)। দ্বিতীয় উইকেটে ২৪ জুটিতে অবিচ্ছিন্ন আছেন এই দুজন। আফগানিস্তানের মতো আয়ারল্যান্ডেরও এটি দ্বিতীয় টেস্ট। বৃষ্টির কবলে না পড়লে চতুর্থ দিন যে এক দল প্রথম টেস্ট জয় পাচ্ছে, তা নিশ্চিত। সংক্ষিপ্ত স্কোর আয়ারল্যান্ড ১ম ইনিংস: ১৭২ ও ২য় ইনিংস: ২৮৮ আফগানিস্তান ১ম ইনিংস: ৩১৪ ও ২য় ইনিংস: (লক্ষ্য ১৪৭) ২৯/১। রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৯/পরাগ