খেলাধুলা

সর্বকালের সেরা কোচ মিশেলস, দুইয়ে ফার্গুসন

ক্রীড়া ডেস্ক : সর্বকালের সেরা ৫০ জন কোচের তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রেঞ্চ ফুটবল’। যেখানে সবার ওপরে আছেন আয়াক্স, বার্সেলোনা ও নেদারল্যান্ডসের প্রাক্তন কোচ রাইনাস মিশেলস। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, যিনি অনেকের মতেই সর্বকালের সেরা কোচ; তিনি ফরাসি সাময়িকীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। ২০০৫ সালে না ফেরার দেশে পাড়ি জমান মিশেলস। আয়াক্স, বার্সেলোনা, জার্মানির এফসি কোলনের পাশাপাশি তিনি নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ ছিলেন দীর্ঘ সময়। আয়াক্স ও নেদারল্যান্ডস দলে টোটাল ফুটবলের প্রাণ প্রতিষ্ঠাকারী মিশেলস ১৯৯৯ সালে ফিফার শতাব্দী সেরা কোচও নির্বাচিত হয়েছিলেন। তার অধীনেই ১৯৭৪ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস। ১৯৮৮ সালে তিনি ডাচদের জেতান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। আরিগো সাচি ও ইয়োহান ক্রুইফ যথাক্রমে তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন। এরপরই আছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সেরা দশে আছেন কার্লো আনচেলত্তিও, নাপোলির এই ইতালিয়ান কোচ আছেন অষ্টম স্থানে।  রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/পরাগ