খেলাধুলা

বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে কুতিনহোর!

ক্রীড়া ডেস্ক : এক বছর আগে ১২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপে কুতিনহো। হয়েছিলেন বার্সার সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার। তবে বছর ঘুরতেই তাকে বিক্রি করে দেওয়ার জন্য হাঁপিয়ে উঠেছে কাতালান ক্লাবটি। যে স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে তাকে আনা হয়েছিল সেটার সুর-লয়-তাল ঠিকমতো হচ্ছে না। শুরুটা দুর্দান্ত হলেও সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু কেমন ফিকে হয়ে এসেছে। বার্সায় কঠিন সময় শুরু হয়েছে ব্রাজিলিয়ান এই তারকার। সে কারণে আসন্ন গ্রীষ্মের দল বদল মৌসুমে তাকে বিক্রি করতে প্রস্তুত বার্সা। গেল বছর আন্দ্রেস ইনিয়েস্তার বিকল্প হিসেবে কুতিনহোকে আনা হয়েছিল। কিন্তু আর্নেস্তো ভালভার্দের পদ্ধতির সঙ্গে ঠিক খাপ খাইয়ে উঠতে পারছেন না। ইনসাইড পজিশনে কুতিনহো খুব একটা কাজে লাগছেন না। তবে তাকে বিক্রি করাটাও খুব একটা সহজ সাধ্য কাজ হবে না। ব্রাজিলিয়ান এই ফুটবলারকে নিতে হলে কমপক্ষে ১০০ মিলিয়ন ইউরো গুনতে হবে। সেটা করার সামর্থ হাতেগোনা কয়েকটি ক্লাবের রয়েছে। অবশ্য কুতিনহোর প্রতি আগ্রহ রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালের। এমনকী নেইমারের কারণে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি) আগ্রহী তার ব্যাপারে। এখন দেখার বিষয়ে আসন্ন গ্রীষ্মের দল বদল মৌসুম শেষে কুতিনহোর নতুন ঠিকানা কোথায় হয়।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৯/আমিনুল