খেলাধুলা

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা হচ্ছে না মালিঙ্গার

ক্রীড়া ডেস্ক : আইপিএলের দ্বাদশ আসর শুরুর একদিন আগে বড় একটা ধাক্কাই খেল মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের পেসার লাসিথ মালিঙ্গাকে কমপক্ষে তিন সপ্তাহের জন্য পাচ্ছে না। তাতে করে মুম্বাইর প্রথম ছয় ম্যাচে খেলতে পারবেন না শ্রীলঙ্কার অধিনায়ক। অবশ্য মালিঙ্গা নিজেই নিজেকে সরিয়ে নিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্সকে অনুরোধ করেছেন তার বিকল্প খেলোয়াড়ও দেখতে। কারণ, তিনি যে বোর্ডের ডাকে সারা দিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরবেন। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কা দল গোছাতে শুরু করেছে। সেটার অংশ হিসেবে ৪ থেকে ১১ এপ্রিল শ্রীলঙ্কা ক্রিকেট আয়োজন করেতে যাচ্ছে সুপার প্রোভিন্সিয়াল ওয়ানডে টুর্নামেন্ট। সেখানে ডাক পেয়েছেন মালিঙ্গাও। বোর্ড আগেই জানিয়ে রেখেছিল যে যারা এই টুর্নামেন্টে খেলার জন্য ডাক পাবে তারা যদি না খেলে তাহলে বিশ্বকাপের জন্য তাদের বিবেচনা করা হবে না। সে কারণে অধিনায়ক মালিঙ্গা আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি গলের হয়ে খেলবেন। দলটির অধিনায়কের দায়িত্বও পালন করবেন তিনি। ২ কোটি রূপিতে দল পাওয়া মালিঙ্গা অবশ্য মুম্বাইকে তার বদলি খেলোয়াড় নিতে বলে দিয়েছেন (যতদিন তিনি না ফিরেন সে সময়ের জন্য)। মালিঙ্গা বলেছেন, ‘আমি বোর্ডকে বলেছিলেন আইপিএলে খেলতে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দিতে। তারা আমাকে বলেছিল যে ঠিক আছে দেব। তবে যেসব খেলোয়াড় বিশ্বকাপে খেলতে চায় তাদেরকে প্রাদেশিক টুর্নামেন্টে খেলতে হবে। সুতরাং আমি তাদের বলেছি যে আমি প্রাদেশিক টুর্নামেন্টে খেলব। আমি বোর্ডকে বলেছি বিষয়টি মুম্বাই ইন্ডিয়ান্স ও আইপিএল কর্তৃপক্ষকে জানাতে যে এটা তাদের সিদ্ধান্ত। তবে আইপিএল থেকে আমি যা আয় করতে পারতাম সে বিষয়ে নিয়ে আমার কোনো পরিতাপ নেই। আমি দেশের জন্য এতটুকু ছাড় তো দিতেই পারি।’ মালিঙ্গা বর্তমানে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় আছেন। ২৬ মার্চ সিরিজ শেষ করে দেশে ফিরবেন তারা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৯/আমিনুল