খেলাধুলা

হারিস সোহেলের মেইডেন সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান হারিস সোহেল। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয়েছিল তার ওয়ানডে অভিষেক। সেই থেকে তিনি ২৬টি ওয়ানডে খেলেছেন। কিন্তু সেঞ্চুরির দেখা পাননি। ১০টা হাফ সেঞ্চুরি থাকলেও একটিকেও সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। অবশেষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। আজ শুক্রবার শারজাহতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার ১১৫ বল খেলে ১০১ রানে অপরাজিত ছিলেন। ৬টি চারের পাশাপাশি ১টি ছক্কাও হাঁকিয়েছেন। তার এই সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান পেয়েছ ২৮০ রানের পুঁজি। দক্ষিণ আফ্রিকার সফর ইনজুরি দিয়ে শেষ করার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ পেলেন হারিস সোহেল। আর সুযোগ পেয়েই বাজিমাত করলেন। সেঞ্চুরির পাশাপাশি আজ তিনি ওয়ানডেতে ১০০০ রানের মাইলফলকও ছুঁয়েছেন। ২৬ ম্যাচে তার রান ছিল ৯৬০। আজ ২৭তম ম্যাচে মাঠে নেমে ১০১ রান করে সেটাকে তিনি নিয়ে গেছেন ১০৬১ তে। এর আগে ওয়ানডেতে তার সেরা ইনিংস ছিল অপরাজিত ৮৯। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লাহোরে করেছিলেন এই রান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৯/আমিনুল