খেলাধুলা

সহজ জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়নদের

ক্রীড়া ডেস্ক: বড় জয় দিয়ে ইউরো-২০২০ এর বাছাইপর্বের খেলা শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। শুক্রবার রাতে মলডোভাকে ৪-১ গোলে হারিয়েছে অঁতোয়ান গ্রিজম্যানের দল। প্রতিপক্ষ সহজ। তবুও কোনো ছাড় দেননি দিদিয়ের দেশম। র‌্যাঙ্কিংয়ে ১৭০তম স্থানে থাকা মলডোভার বিপক্ষে মাঠে নামান কিলিয়েন এমবাপে, অঁতোয়ান গ্রিজম্যান, পল পগবাকে।  তাইতো পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে ফ্রান্স। প্রথমার্ধের ৩৬ মিনিটেই ম্যাচ জিতে নেয় ফ্রান্স। এ সময়ে তিন গোল করে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। গ্রিজম্যান শুরুতে গোলের খাতা খুলেন। পরের দুটি গোল করেন ভারানে ও জিরুদ। দ্বিতীয়ার্ধে মলডোভার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপে। ২৪তম মিনিটে পল পগবার চিপ করা বলে দারুণ ভলিতে গোল করেন গ্রিজম্যান। দুজনের দারুণ কম্বিনেশনে চোখে পলকেই গোলের দেখা পায় ফ্রান্স।  পরের ১২ মিনিটে দুই গোল পায় বিশ্বচ্যাম্পিয়নরা।  ২৭ মিনিটে গ্রিজম্যানের বাড়ানো পাসে গোল করেন ভারানে।  ৯ মিনিট পর মাতুউদির পাসে গোল করেন জিরুদ।  এ গোলের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে ৩৪ গোলের দেখা পান জিরুদ। যৌথভাবে ফ্রান্সের তৃতীয় টপ স্কোরার এখন জিরুদ।  তার পাশে আছেন ডেভিড তেজগুয়েট।  

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের শেষ মুহূর্তে গোল করেন এমবাপে। জোরালো শটে মলডোভার রক্ষণ ভাঙেন এমবাপে।  ৮৯ মিনিটে মলডোভার মান রাখেন এমব্রোজ।  তার একমাত্র গোলে পরাজয়ের ব্যবধান কমায় স্বাগতিকরা। প্যারিসে সোমবার ফ্রান্সের প্রতিপক্ষ আইসল্যান্ড।  একই রাতে মলডোভা খেলবে তুর্কীর বিপক্ষে।

   

রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৯/ইয়াসিন