খেলাধুলা

মিয়ামি ওপেন থেকে ছিটকে গেলেন সেরেনা

ক্রীড়া ডেস্ক : মিয়ামি ওপেনে আটবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। এবার টুর্নামেন্টের মাঝপথে নিজেকে সরিয়ে নিয়েছে তিনি। হাঁটুর চোটে পড়েছেন মার্কিন এ টেনিস ললনা। মর্যাদার মিয়ামি ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আগে দাপুটে জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন সেরেনা। শুক্রবার ওই লড়াইয়ে সুইডিশ টেনিস কন্যা রেবেকা পেটারসনকে হারান তিনি। চলতি বছরে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়। সম্প্রতি চোট আর ফর্মের সঙ্গে যুদ্ধ করতে থাকায় টেনিস কোর্টে নিয়মিত হতে পারছেন না ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা। নিজেকে প্রত্যাহার করে নেওয়া প্রসঙ্গে সেরেনা বলেন, ‘বাঁ হাঁটুর চোটের কারণে মিয়ামি ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা হতাশার। আশা করছি মিয়ামির দুর্দান্ত ভক্তদের সামনে আগামী বছর আবারো ফিরতে পারবো।’ এদিকে মিয়ামি ওপেনে অঘটনের শিকার হয়েছেন নারীদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সেরা খেলোয়াড় জাপানের নওমি ওসাকা। তৃতীয় রাউন্ডে তাইওয়ানের হেসেই সু-ওয়েইয়ের কাছে হেরে যান তিনি। রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৯/শামীম