খেলাধুলা

চমক দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে এই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বিশ্বকাপ দলে ১৩ জনের জায়গা প্রায় নিশ্চিতই ছিল। বাকি দুটি জায়গা নিয়ে ছিল যত আলোচনা। মিডল অর্ডারে জায়গা পাওয়ার লড়াইয়ে ছিলেন মোসাদ্দেক হোসেন ও ইয়াসির আলী রাব্বী। যেখানে শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হেরে গেছেন ইয়াসির, সুযোগ পেয়েছেন মোসাদ্দেক। দলে বড় চমকের নাম আবু জায়েদ রাহী। মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে পঞ্চম পেসার হিসেবে দলে সুযোগ পেয়েছেন এখনো কোনো ওয়ানডে না খেলা রাহী। কদিন আগে চোট কাটিয়ে মাঠে ফেরা তাসকিন আহমেদের তাই দলে জায়গা হয়নি। নেই শফিউল ইসলামও।  বিশ্বকাপের পাশাপাশি এদিন আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দলও দেওয়া হয়েছে। বিশ্বকাপ দলের ১৫ জনের সঙ্গে যোগ হওয়া দুজন হলেন- ইয়াসির আলী রাব্বী ও অফ স্পিনার নাঈম হাসান। আগামী ২৩ মে পর্যন্ত বিশ্বকাপ দলের চোটাক্রান্ত ক্রিকেটারদের আইসিসির অনুমতি ছাড়াই পরিবর্তন করতে পারবে দলগুলো। এরপর পরিবর্তন করতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে। আগামী ২ জুন লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। তার আগে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।  বিশ্বকাপ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী। ত্রিদেশীয় সিরিজের দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, ইয়াসির আলী রাব্বী, নাঈম হাসান।

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৯/পরাগ