খেলাধুলা

আমরা জেতার জন্যই বিশ্বকাপে যাব : তামিম

ক্রীড়া প্রতিবেদক : আগের দিন দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছিলেন, বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের সেরা দল এটিই। তার মতে, । আজ ব্যাটসম্যান তামিম ইকবাল জানালেন, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ইংল্যান্ড যাবেন। চার বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য এটিই। সেই দলের অন্যতম সদস্য তামিম খেলবেন এবার নিজের চতুর্থ বিশ্বকাপ। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ কতদূর যেতে পারবে বলে মনে করছেন তামিম? আজ রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে একটি বহুজাতিক মানি ট্রান্সফার সংস্থার অনুষ্ঠানে এসে তামিম বলেছেন, ‘কতদূর যাওয়া সম্ভব এটা আমি বলতে পছন্দ করি না। কারণ ১০টা দল বিশ্বকাপ খেলছে। কোনো দল অংশগ্রহণ করার জন্য খেলছে না। সবাই যাচ্ছে জেতার জন্য। আমরাও যাচ্ছি জেতার জন্য। এটাই মাথায় রেখে যে আমরা জিততে চাই।’ ‘যদি আমি বলি শুধু অংশগ্রহণ করার জন্য যাচ্ছি, তাহলে যাওয়ার কোনো মানেই হয় না! আমার কথা হলো, আমরা পারি বা না পারি, আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা জিততে পারি। এই বিশ্বাসটা নিয়েই আমাদের যেতে হবে।’ তামিমের চোখে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভারত ও ইংল্যান্ড। তবে অন্যদেরও পিছিয়ে রাখছেন না তিনি। যে কেউই চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন এই ওপেনার, ‘অবশ্যই ভারত ফেবারিট। ইংল্যান্ডও ফেবারিট। এখানে অনেক দলই আছে তাদের আপনি সহজে নিতে পারবেন না। অস্ট্রেলিয়া আছে, পাকিস্তান আছে। আরো অনেক দল আছে। এটা নির্ভর করে ওই টুর্নামেন্টে কে ফর্মে আছে, দল হিসেবে।’ ‘দেখি কী হয়, ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। এটা অনিশ্চয়তার খেলা। ৯৬-এ কেউ প্রত্যাশা করেনি শ্রীলঙ্কা জিতবে। আপনি জানবেন না, ক্রিকেট সবার জন্য কী চমক জমা করে রেখেছে।’ ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির সময় প্রবাসী বাংলাদেশিরা মাঠে এসে বাংলাদেশ দলকে সমর্থন জুগিয়েছিল। বিশ্বকাপেও তেমনটা আশা করছেন তামিম। সেই সঙ্গে সমর্থকদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার ভাবনাও আছে তার। ‘ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে যখন ইংল্যান্ডের সাথে খেলছিলাম, আমার কাছে মনে হয়েছে আমি ঢাকায় খেলছি। সেখানে বাংলাদেশের সাপোর্টার ইংল্যান্ড থেকেও বেশি ছিল। আমি নিশ্চিত বিশ্বকাপে ইংল্যান্ডে থাকা বাংলাদেশিরাও আসবে, এবং সারা বিশ্ব থেকেও আসবে। বাংলাদেশ থেকেও অনেকে যাবে। এটাই আশা করব আমরা যেন সাপোর্ট পাই। শুধু সাপোর্ট না, আশা করি আমরা সমর্থকদের কিছু ফিরিয়ে দিতে পারব’- বলেন তামিম।

   

রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৯/পরাগ