খেলাধুলা

শুক্রবার থেকে আসবে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের দলগুলো

ক্রীড়া প্রতিবেদক : আগামী ২২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছয়টি দেশকে নিয়ে হবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ-২০১৯। যেখানে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের ছয়টি দেশ অংশ নিবে। আগামীকাল শুক্রবার থেকে অংশ নিতে যাওয়া দলগুলো বাংলাদেশে আসতে শুরু করবে। সবার আগে আসবে তাজিকিস্তান। শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে তাদের বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে। শনিবার আসবে তিনটি দল। সকাল ৮টা ৪০ মিনিটে আসবে সংযুক্ত আরব আমিরাত। দুপুর ১টায় আসবে মঙ্গোলিয়া। আর সন্ধ্যা ৬টায় আসবে লাওস। শেষ দল হিসেবে রোববার বিকেলে আসবে কিরগিজস্তান নারী ফুটবল দল। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ-২০১৯ এর বি গ্রুপে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। ‘এ’ গ্রুপে রয়েছে মঙ্গোলিয়া, লাওস ও তাজিকিস্তান ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। ২৮ ও ২৯ এপ্রিল হবে দুটি সেমিফাইনাল। আর ৩ মে হবে ফাইনাল। রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/আমিনুল