খেলাধুলা

এশিয়ান এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ২৩তম এশিয়ান এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-২০১৯ আগামী ২১-২৪ এপ্রিল কাতারের দোহায় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য ৯ সদস্যের বাংলাদেশ এ্যাথলেটিকস দল আগামীকাল শুক্রবার সন্ধ্যায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এই দলে ২ জন কংগ্রেস ডেলিগেট, ১ জন কোচ, ১জন ম্যানেজার ও ৫ জন খেলোয়াড় রয়েছে। ৯ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন : ১. এডভোকেট আব্দুর রকির মন্টু, সাধারণ সম্পাদক, কংগ্রেস ডেলিগেট। ২. মো. জামাল হোসেন, কোষাধ্যক্ষ, কংগ্রেস ডেলিগেট। ৩. ফরিদ খান চৌধুরী, যুগ্ম-সম্পাদক, কোচ। ৪. মো. আবুল কালাম, নির্বাহী সদস্য, ম্যানেজার। ৫. মো. ইসমাইল, এ্যাথলেট, ইভেন্ট- ১০০ মিটার স্প্রিন্টার, বাংলাদেশ নৌবাহিনী। ৬. মো. হাসান মিয়া, ইভেন্ট -১০০ মিটার স্প্রিন্টার, এ্যাথলেট, বিকেএসপি। ৭. মো.জহির রায়হান, ইভেন্ট – ৪০০মিটার, বিকেএসপি। ৮. শিরিন আক্তার, ইভেন্ট-১০০ মিটার, বাংলাদেশ নৌবাহিনী । ৯. সোহাগী আক্তার, ইভেন্ট ১০০ ও ২০০ মিটার, বাংলাদেশ নৌবাহিনী। প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে ২৪ এপ্রিল দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/আমিনুল